গার্মেন্টস বায়ার পাওয়ার সেরা ৫টি উপায় সম্পর্কে জানুন
আজকের এই আর্টিকেলে আমরা গার্মেন্টস বায়ার পাওয়ার উপায় এবং গার্মেন্টস বায়ার
লিস্ট সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তাই আপনার যদি গার্মেন্টস কাপড়ের
ব্যবসা থেকে থাকে তাহলে আপনি আমাদের এই আর্টিকেলটি করতে পারেন আশা করি আপনি উপকৃত
হবেন।
সূচিপত্রঃ গার্মেন্টস বায়ার পাওয়ার সেরা ৫টি উপায় সম্পর্কে জানুন
গার্মেন্টস বায়ার পাওয়ার উপায়
বর্তমানে যারা গার্মেন্টসের ব্যবসা করে তাদের মধ্যে অনেকেই গার্মেন্টস বায়ার
পাওয়ার উপায় সম্পর্কে জানেনা যার কারণে তারা তাদের গার্মেন্টসের ব্যবসায় সফল
হতে পারেনা যার ফলে তারা খুব কম সময়ে এ কাজ থেকে ঝরে পড়ে। তাই আজকে আমরা এই
আর্টিকেলে আপনাদের সাথে আলোচনা করব যে কিভাবে আপনারা গার্মেন্টসের ব্যবসায়ী
বিদেশী বায়ার পাবেন।
১।ভালো কিছু অফার করা
আপনি যদি আপনার গার্মেন্টসের ব্যবসার জন্য বায়ার পেতে চান তাহলে আপনাকে আপনার
সবচেয়ে ভালো পণ্যগুলো বাধ্যের কাছে তুলে ধরতে হবে। এমন কিছু পণ্য তাদেরকে দিতে
হবে যেগুলো তারা অন্য কারো কাছে পাবে না। আর এতে করে আপনারা প্রথম অবস্থায়।
বায়ার পেতে পারেন।
২।বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম
আপনি যেই দেশের বায়ারদের সাথে যোগাযোগ করে ব্যবসা করতে চান সেই দেশে কোন ধরনের
অনলাইন সোশ্যাল মিডিয়া বেশি চলে এ বিষয়ে আপনাকে জানতে হবে।
আরো পড়ুনঃ অনলাইনে কাপড়ের ব্যবসা করার নিয়ম
যেমন আমাদের দেশে সবচেয়ে বেশি চলে ফেসবুক তেমনি অন্যান্য দেশে কোন ধরনের
সোশ্যাল মিডিয়া বেশি চলে এ বিষয়ে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং সেই সোশ্যাল
মিডিয়া প্লাটফর্মটি ব্যবহার করে সে দেশের বায়ারদের সাথে যোগাযোগ করতে হবে।
৩।ওয়েবসাইট তৈরি করতে হবে
বায়ারদের সাথে ব্যবসা করার জন্য আপনার একটি ওয়েবসাইট খুবই প্রয়োজন। কারণ আপনি
যে বায়ারদের সাথে ব্যবসা করবেন তারা যেন আপনার কোম্পানির সকল কার্যক্রম সম্পর্কে
সঠিক ধারণা পেতে পারে এটির জন্য একটি ওয়েবসাইট প্রয়োজন হবে।
আপনার একটি ওয়েবসাইট থাকলে আপনি এই ওয়েবসাইটে আপনার কোম্পানির সকল রকম
সেবা এবং কার্যক্রম গুলো খুব সহজেই বায়ারদেরকে জানাতে পারবেন এবং এর মাধ্যমে
তারা আপনার সাথে ব্যবসা করতে আকৃষ্ট হবে।
৪।সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন
বর্তমান সময়ে অনেক বায়ার রয়েছে যারা গুগলের সার্চ দিয়ে বিভিন্ন ওয়েবসাইট চেক
করে এবং যে ওয়েবসাইটটা তাদের কাছে ভালো লাগে তারা তাদের সাথেই ব্যবসা শুরু করে।
তাই বুঝতেই পারছেন আপনার ওয়েবসাইট যদি গুগলের এক থেকে তিন নম্বর পজিশনে
র্যাঙ্ক না করে তাহলে আপনার ওয়েবসাইটি বায়ারদের কাছে যাবে না এবং তারা আপনার
পূর্ণ সম্পর্কেও জানতে পারবে না। তাই আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে
সঠিক একটি ধারণা রাখতে হবে।
৪।ডিজিটাল মার্কেটিং
যে কোন ব্যবসা করার জন্য ডিটেইল মার্কেটিং বর্তমান সময়ে অত্যন্ত প্রয়োজনীয়।
আপনি যদি বিদেশিদের বায়ারদের সাথে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ডিজিটাল
মার্কেটিং সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
কারণ ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার যদি জ্ঞান না থাকে তাহলে বুঝতে
পারবেন না যে তাদের সাথে কোন পণ্যের কিভাবে অর্ডার নিতে হয় এবং ডিল করতে হয়।
তাই ডিজিটাল মার্কেটিং শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গার্মেন্টস বায়ার লিস্ট
গার্মেন্টস বায়ার পাওয়ার উপায় সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি তাই এবার আমরা বাংলাদেশের বায়ার লিস্ট সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বাংলাদেশের সবচাইতে লাভজনক একটি ব্যবসা হচ্ছে গার্মেন্টসে কাপড়ের
ব্যবসা।
বাংলাদেশের প্রায় ৭০ পার্সেন্ট বৈদেশিক মুদ্রা আসে এই পোশাক শিল্প থেকে
আর এ সব পোশাক শিল্পকে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন জেলায় গড়ে উঠেছে পোশাক
কারখানা বা গার্মেন্টস।
আরো পড়ুনঃ অল্প পুজিতে কাপড়ের ব্যবসা করার সকল নিয়ম
বাংলাদেশের এই সকল পোশাক শিল্পের বড় ক্রেতা হচ্ছে বাইরের দেশের বড় বড়
বায়াররা। সাধারণত বাংলাদেশের পোশাক শিল্পের সবচেয়ে বড় ক্রেতা হচ্ছে ইউরোপ,
অস্ট্রেলিয়া, জাপান এবং ইন্ডিয়া। তাই আজকে আমরা আপনাদেরকে জানাবো যে বাংলাদেশের
সেরা কয়েকটি গার্মেন্টস বায়ার লিস্ট সম্পর্কে।
- বায়ার লিস্ট
লি ফ্যাং, ওল্ড নেভি, সিকে, ভিএফ এশিয়া, নাইকি, লিভাইস, এইচ এম, অ্যাডিডাস,
ম্যাংগো, হুলো বস, সি এ, সেইন্স বুরি, জারা, পেরি ইলিস, বানান, আমেরিকান ঈগল,
ইউএল পলো, একাডেমি, পুমা, লিনডেক, কে-মার্ক, এনকেডি, ইউনিকলো, আইটিসি, রেমোন্ড,
এস. অলিভার, টম টেইলর, আইসি কম্পানি, উমবো, গ্রেনভিলে, ইস্প্রিট ইত্যাদি।
তাই পরিশেষে বলা যায় যে আপনি যদি বিদেশী বায়ারদের সাথে ব্যবসা করতে চান তাহলে
এই সকল বয়াররা বর্তমান সময়ে বাংলাদেশে সবচাইতে জনপ্রিয়।
লেখকের মন্তব্য
গার্মেন্টস বায়ার পাওয়ার উপায় সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি পড়ে আপনি যদি
উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করুন। এবং এই
আর্টিকেলটি এমন ব্যক্তিকে শেয়ার করুন যারা গার্মেন্টসের ব্যবসা করছে কিন্তু
বায়ার পাচ্ছে না আশা করি তারা এই পোস্টটি পড়লে উপকৃত হবে।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url