গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ এবং সময়সূচি
আপনি যদি গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই
আর্টিকেলটি আপনার জন্য। কারণ এই আর্টিকেলে আমরা গুচ্ছ ভর্তি পরীক্ষার সার্কুলার
২০২৪ সম্পর্কেও বিস্তারিত আলোচনা করেছি।
তাই আপনি যদি গুচ্ছভুক্ত একটি ভালো বিশ্ববিদ্যালয় করতে চান তাহলে আমাদের এই
আর্টিকেলটি সম্পূর্ণটা পড়ুন।
সূচিপএঃ গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ এবং সময়সূচি
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ সম্পর্কে আপনারা অনেকেই জানেন না তাই আজকে
আমরা এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে এ সম্পর্কে জানাবো। স্কুল জীবন এবং
কলেজ জীবন শেষ করার পর সবার মধ্যেই একটি স্বপ্ন থাকে যে আমি একটি ভালো
বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করব। যার ফলে অনেকে এইচএসসি পরীক্ষা শেষ করেই
ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে।
আরো পড়ুনঃ চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫
বাংলাদেশ অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয় রয়েছে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়,
খুলনা বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, ইত্যাদি আরো প্রায় 24টির মত
বিশ্ববিদ্যালয় রয়েছে। এই 24টি বিশ্ববিদ্যালয় সবগুলো গুচ্ছর মধ্যে পরে।
যার ফলে আপনি যদি গুচ্ছে পরীক্ষা দেন এবং ভালো একটি নাম্বার পান তাহলে আপনি এই
24টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যেকোনো একটিতে পড়ার সুযোগ পাবেন। তাই আজকে আমরা
আপনাদেরকে জানাবো যে গুচ্ছতে ভর্তি পরীক্ষার মান বন্টন কেমন হয়।
- গুচ্ছ ভর্তি পরীক্ষা বিজ্ঞান ক ইউনিট
১। রসায়ন=২৫
২। পদার্থ বিজ্ঞান=২৫
৩। জীববিজ্ঞান=২৫
৪। গণিত=২৫
৫। বাংলা/ইংরেজি=২৫
মোট=১০০
- গুচ্ছ ভর্তি পরীক্ষা খ ইউনিট মানবিক
১। বাংলা=৩৫
২। ইংরেজি=৩৫
৩। সাধারণ জ্ঞান=৩০
মোট=১০০
- গুচ্ছ ভর্তি পরীক্ষা গ ইউনিট ব্যবসায়ী শিক্ষা
১। বাংলা=১৫
২। ইংরেজি=১৫
৩। হিসাব বিজ্ঞান=৩৫
৪। ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা=৩৫
মোট=১০০
আর এভাবেই গুচ্ছতে প্রতিটা বিভাগেরই ১০০ মার্কের একটি mcq পরীক্ষা হয়ে থাকে।
এখানে ৩০ পেলেই পাস মার্ক ধরা হয়। কিন্তু আপনি যদি উত্তর ভালো ভালো
বিশ্ববিদ্যালয় পড়াশোনা করতে চান তাহলে আপনাকে আরো বেশি নাম্বার তুলতে হবে এবং
পরবর্তীতে অনলাইন থেকে বিশ্ববিদ্যালয় চয়েস দিতে হবে।
আপনার যদি সবার চেয়ে নাম্বার বেশি থাকে তাহলে আপনি গুচ্ছর ভালো ভালো
বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেতে পারেন।
গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪
গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ ইতিমধ্যে প্রকাশিত করা হয়েছে প্রতিবারের মতো
এবারও বুঝছে প্রতিটা ইউনিটেরি ১০০ মার্কসের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং এর
মধ্যে ৩০ নম্বর পেলে তাকে পাশ নাম্বার হিসেবে নির্ধারণ করা। প্রতিটি
ছাত্র-ছাত্রীদের ইচ্ছা থাকে যেন একটি ভালো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
ডিগ্রি সম্পন্ন করতে পারে তাই গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো তাদের জন্য বড়
একটি সুযোগ।
আরো পড়ুনঃ ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি কোথায় হবে
গুচ্ছতে ২০২২ সালে প্রায় ২২টির মতো বিশ্ববিদ্যালয় ছিল কিন্তু ২০২৪ সালে
এসে এটি বেড়ে চব্বিশটি হয়েছে। এবং ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষা সার্কুলার ২০২৪
এর সময়সূচি প্রকাশিত হয়েছে।
গুচ্ছর ২০২৪ সালের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে ১২ ফেব্রুয়ারি থেকে
২৬ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত। এবং এর মধ্যে এ ইউনিট অর্থাৎ
বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ২৭ এপ্রিল এবং বি ইউনিট অর্থাৎ মানবিকের
পরীক্ষা হবে ৩ মে এবং সি ইউনিট বিজ্ঞান বিভাগের পরীক্ষা হবে ১০ মে।
এবং প্রতিটা বিভাগেরই ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে ৩০ পেলে
পাস ধরা হবে। এছাড়াও ভালো ভালো বিশ্ববিদ্যালয় পড়ার জন্য আরও বেশি মার্কস পেতে
হবে।
গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ ২০২৪
প্রতিবারের মতো এবারও গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ সালে প্রতিটা
ইউনিটেরি ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ
করার জন্য গুচ্ছ অনলাই প্রাথমিক আবেদনের সময় হচ্ছে ১২ই ফেব্রুয়ারি থেকে ২৬
ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত।
আরো পড়ুনঃ টি২০ বিশ্বকাপ ২০২৪ সময়সূচী
আপনারা অনেকে এখনো পর্যন্ত জানেন যে ২০২৪ সালে গুচ্ছ ভর্তিপরীক্ষা কবে
অনুষ্ঠিত হবে তাই আমরা আজকে আপনাদের জানাবো যে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ
২০২৪ সালের কোন দিনে অনুষ্ঠিত হবেএই সম্পর্কে।
- এ ইউনিট বিজ্ঞান বিভাগ= ২৭ এপ্রিল ২০২৪
- বি ইউনিট মানবিক বিভাগ= ৩ মে ২০২৪
- সি ইউনিট বাণিজ্য বিভাগ= ১০ মে ২০২৪
এবং পরীক্ষা দেয়ার পর প্রতিটা শিক্ষার্থীকে আবার অনলাইনে আবেদন করতে হবে এবং
ভালো একটি বিশ্ববিদ্যালয় চান্স পেতে ভালো নাম্বার পেতে হবে
গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা
আপনারা ইতিমধ্যে গুচ্ছ ভর্তি পরীক্ষার মানবন্টন ২০২৪ এর সকল আপডেট সম্পর্কে জেনে
গেছেন তাই এবার আমরা আপনাদেরকে গুচ্ছ ভর্তি পরীক্ষার যোগ্যতা সম্পর্কে জানাবো।
প্রতিটা শিক্ষার্থী একটি ইচ্ছা থাকে যে সে ভালো একটা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক
শেষ করবে।
যার ফলে সে এইচএসসি পরীক্ষার পর থেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য
নিজেকে তৈরি করতে থাকে। এবং তাদের স্বপ্ন পূরণের জন্যই সবচেয়ে ভালো একটি উপায়
হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কারণ গুচ্ছতে প্রায় ২৪ টির মত ভালো ভালো
বিশ্ববিদ্যালয় রয়েছে।
আরো পড়ুনঃ A+ পেতে হলে কয়টি বিষয়ে a+ পেতে হবে
যার ফলে তারা গুচ্ছ ভর্তি পরীক্ষায় ভালো একটি নাম্বার তুলে ভালো ভালো
বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়া যায়। কিন্তু গুচ্ছ ভর্তি পরীক্ষায়
অংশগ্রহণ করতে গেলেও কিছু যোগ্যতা প্রয়োজন হয় তা নিচে দেওয়া হল।
১। এসএসসিতে ৩.৫০ এবং এইচএসসি তেও৩.৫০ করে মোট আট থাকলে ক ইউনিট বা বিজ্ঞান বিভাগ
থেকে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবে।
২। এবং খ ইউনিট থেকে এসএসসিতে৩.০০ এবং এইচএসসি তে ৩.০০ করে ন্যূনতম ছয় থাকলে
মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিতে পারবে।
৩। এবং সর্বশেষ গ ইউনিট থেকে এসএসসিতে ৩.০০ এবং এইচএসসিতে ৩.০০ করে মোট ৬.৫০
থাকলে ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দিতে পারবে।
তাই পরিশেষে বলা যায় যে আপনার যদি এসেছি এবং এইচএসসি মিলে এসব যোগ্যতা থেকে থাকে
তাহলে আপনি গুচ্ছতে পরীক্ষা জন্য আবেদন করতে পারবেন এবং ভর্তি পরীক্ষা দিতে
পারবেন। এখানে যে যেই সাবজেক্টে এইচএসসি পরীক্ষা দিয়েছে সেই সাবজেক্টে গুচ্ছতে
ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে হবে।
লেখকের মন্তব্য
আপনি যদি আমাদের এই আর্টিকেলটি করে গুচ্ছতে ভর্তি হওয়ার সম্পর্কে সকল তথ্য জেনে
অবগত হন তাহলে এ আর্টিকেলটি আপনাদের সকল বন্ধুকে শেয়ার করুন এবং তাদেরকেও এ
সম্পর্কে অবগত করুন। এবং পরিশেষে আমাদের ওয়েবসাইটে একটি লাইক কমেন্ট করুন
ধন্যবাদ।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url