সাইন্স এর সাবজেক্ট কি কি এবং কেমন চাকরি পাওয়া যায়
প্রিয় পাঠক আপনি যদি সাইন্স এর সাবজেক্ট কি কি এবং ইন্টারে সাইন্স এর সাবজেক্ট
কি কি এ সম্পর্কে না জেনে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্য। কারণ এ
আর্টিকেলে আমরা সাইন্সের সকল সাবজেক্ট সম্পর্কে আলোচনা করেছি।
তাই আপনি যদি আমাদের আর্টিকেলটি পুরোপুরি পড়েন তাহলে বুঝতে পারবেন যে সাইন্সের
সাবজেক্ট কয়টি এবং কি কি।
সূচিপত্রঃ সাইন্স এর সাবজেক্ট কি কি এবং কেমন চাকরি পাওয়া যায়
সাইন্স এর সাবজেক্ট কি কি
সাইন্স এর সাবজেক্ট কি কি এ সম্পর্কে প্রতিটা শিক্ষার্থী জানা প্রয়োজন কারণ
প্রতিটা শিক্ষার্থী চাই ভালো একটি সাবজেক্ট থেকে পড়াশোনা করে ভালো একটি চাকরি
পেয়ে পরিবারের পাশে দাঁড়াতে। আর বর্তমানে বাংলাদেশে সবচেয়ে দামি এবং ভালো একটি
সাবজেক্ট হচ্ছে সাইন্স তাই এ সম্পর্কে জানা প্রত্যেকটা শিক্ষার্থী অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
আমাদের বাংলাদেশ অষ্টম শ্রেণী পার করার পর থেকেই প্রতিটা শিক্ষার্থীর বিভাগ
এবং সাবজেক্ট চয়েস করতে হয়। আর এই সময় অনেক শিক্ষার্থীর সাইন্স নিয়ে পড়ার
সিদ্ধান্ত নেই কারণ এটি একটি ভালো এবং দামি সাবজেক্ট। তাই আজকে আমরা আপনাদেরকে
বলবো যে এসএসসি, এইচএসসি এবং অনার্সে সাইন্সে কি কি সাবজেক্ট থাকে।
- এসএসসি সাইন্স
অষ্টম শ্রেণীর পর থেকে অনেক শিক্ষার্থী বিভিন্ন বিভাগে চলে যাই তার ভিতরে
বেশিরভাগ শিক্ষার্থী সাইন্স বিভাগটি বেছে নেয়।কারণ বাদবাকি বিভাগের চেয়ে এ
বিভাগটি অনেক ভালো এবং এটি নিয়ে পড়ে ভবিষ্যতে অনেক বড় কিছু করা যায়।এসএসসিতে
সাইন্স বিভাগে যে সকল সাবজেক্ট গুলো রয়েছে তা হলোঃ
- জীববিজ্ঞান
- পদার্থবিজ্ঞান
- রসায়ন
- বাংলাদেশ ও বিশ্বপরিচয়
- উচ্চতর গণিত/কৃষি শিক্ষা
- এইচএসসি সাইন্স
এসএস এর পরে শিক্ষার্থীদের কলেজ জীবনের একটি যাত্রা শুরু হয় যাকে এইচ এস সির
সময় বলা হয়। এইচএসসির এই সময়টাতে অনেক শিক্ষার্থী রয়েছে যারা সাইন্স নিয়ে
পড়াশোনা করে। এইচএসসিতে সময় কম থাকে কিন্তু পড়া অনেক বেশি থাকে যার ফলে এই
সময় একটু ভালোভাবে পড়াশোনা করতে হয়। এইচএসসি সাইন্স এর সাবজেক্ট গুলো হলোঃ
- জীববিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
- পদার্থবিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
- জীববিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র
- উচ্চতর গণিত প্রথম পত্র ও দ্বিতীয় পত্র /কৃষি
- অনার্সে সাইন্স
অনেক শিক্ষার্থীরায় বিশ্ববিদ্যালয় উঠার পর ভালো একটি বিভাগে ভালো একটি
সাবজেক্টে পড়াশোনা করে তা স্নাতক সম্পূর্ণ করতে চাই এবং ভালো একটি চাকরি করতে
চাই। যার ফলে তারা বিশ্ববিদ্যালয়েও সাইন্স বিভাগটি বেছে নেয়। সাইন্স বিভাগে যে
সকল সাবজেক্ট গুলো রয়েছে তা হলোঃ
- পদার্থবিজ্ঞান
- গণিত
- রসায়ন
- পরিসংখ্যান
- প্রাণিবিজ্ঞান
- উদ্ভিদবিজ্ঞান
- পরিবেশ বিজ্ঞান
- ভূগোল পরিবেশ
- মনোবিজ্ঞান
- কম্পিউটার বিজ্ঞান
- মৃত্তিকা বিজ্ঞান
- গার্হস্থ্য অর্থনীতি
ইন্টারে সাইন্স এর সাবজেক্ট কি কি
সাইন্স এর সাবজেক্ট কি কি ইন্টারে এ সম্পর্কে প্রতিটা শিক্ষার্থীদের জানা
উচিত কারণ অনেক শিক্ষার্থীরা এসে যারা মনে করে এসএসসিতে সাইন্সের যে সকল সাবজেক্ট
গুলো ছিল ইন্টারেও সেই সাবজেক্টগুলোই থাকবে।
কিন্তু এ ধারণাটি আসলে একটি ভুল ধারণা কারণ ইন্টারে সময় অনেক কম পাওয়া যায় এবং
পড়া অনেক বেশি থাকে ইন্টারে প্রতিটা সাবজেক্টি ফাস্ট পেপার এবং সেকেন্ড পেপার
হয়ে যায়। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে ইন্টারে সাইন্সের কয়টি সাবজেক্ট থাকে
এবং কি কি সাবজেক্ট থাকে।
- পদার্থবিজ্ঞান প্রথম পত্র
- পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র
- জীব বিজ্ঞান প্রথম পত্র
- জীববিজ্ঞান দ্বিতীয় পত্র
- রসায়ন প্রথম পত্র
- রসায়ন দ্বিতীয় পত্র
- উচ্চতর গণিত প্রথম পত্র
- উচ্চতর গণিত দ্বিতীয় পত্র
হিসাব করলে দেখা যায় যে ইন্টারে সাইন্সের প্রায় আটটি সাবজেক্ট রয়েছে কিন্তু
কিন্তু আসলে আটটি নয় আসলে দেখতে গেলে চারটি সাবজেক্ট হয় কিন্তু প্রথম পত্র
দ্বিতীয় পত্রের কারণে এটিকে আটটি সাবজেক্ট বলা হয়ে থাকে।
এছাড়াও ইন্টারে আরো অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেগুলো প্রতিটা বিভাগেরই একই
সাবজেক্ট সেগুলো হলো বাংলা, ইংরেজি, ও তথ্য যোগাযোগ প্রযুক্তি।
বিজ্ঞান বিভাগ থেকে কি হওয়া যায়
আমরা অনেকেই জানি যে পড়াশোনার দিক দিয়ে এসএসসি, এইচএসসি, এবং অনার্স লেভেলে যে
ভালো একটি বিভাগ হচ্ছে বিজ্ঞান বিভাগ। কারণ বাংলাদেশ সহ বিশ্বের যে কোন দেশে
বিজ্ঞানের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
তাই এই বিভাগে পড়াশোনা করলে ভবিষ্যতে ভালো কোন চাকরি এবং ভালো কিছু করা সম্ভব।
তাই আজকে আমরা আপনাদেরকে জানাবো যে বিজ্ঞান বিভাগ থেকে কি হওয়া যায় এবং কি
ধরনের চাকরি পাওয়া যায় এই সম্পর্কে।
১। আপনি যদি বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেন এবং আপনি উচ্চতর গণিতে যদি ভালো
হয়ে থাকেন তাহলে আপনি ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়ার হতে পারবেন।
২।এছাড়া আপনি যদি অনার্সে ওঠার পর সিইসি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করে তাহলে
আপনি ভবিষ্যতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে পারবেন।
৩। বিজ্ঞান বিভাগ থেকে পড়াশোনা শেষ করার পর আপনি যদি কোন প্রাইভেট অথবা সরকারি
মেডিকেল কলেজে পড়াশোনা করতে পারেন তাহলে আপনি ডাক্তার হতে পারবেন।
৩। এছাড়াও বিজ্ঞান বিভাগের সবচেয়ে বড় একটি সুবিধা হচ্ছে আপনি বিজ্ঞান বিভাগ
থেকে চাইলে এসএসসি এইচএসসি পর অন্য বিভাগেও যে যেতে পারেন এবং পড়াশোনা করতে
পারে। এটি শুধু বিজ্ঞান বিভাগে করা সম্ভব অন্য বিভাগের শুধু আর্টস থেকে কমার্স
এবং কমার্স থেকে আর্টসে যাওয়া যায়।
৪।বর্তমানে বিজ্ঞান বিভাগ থেকে পড়ে নারীদের জন্য সবচেয়ে বড় একটি সুযোগ হচ্ছে
নার্সিং করা। নারীরা যেকোন প্রাইভেট এবং সরকারি নার্সিং কলেজ থেকে নার্সিং শেষ
করে তারা বিভিন্ন সরকারি মেডিকেল অথবা ক্লিনিকে নার্সিং এর চাকরি করতে পারবে।
তাই পরিশেষে বলা যায় যে ভবিষ্যতে ভালো কিছু করার জন্য এবং ভালো কোন চাকরি করার
জন্য বিজ্ঞান বিভাগে পড়া অনেক প্রয়োজন। কারণ এখন বাংলাদেশসহ বর্তমান বিশ্বের
সকল দেশে এর চাহিদা অনেক বেশি আপনি যদি বিজ্ঞান বিভাগে একজন ছাত্র হন তাহলে আপনি
যেকোনো জায়গায় সহজেই চান্স পেতে পারবেন এবং ভালো কিছু করতে পারবেন।
জীববিজ্ঞান নিয়ে পড়লে কি হওয়া যায়
বিজ্ঞান বিভাগের সবচেয়ে ভালো এবং দামে একটি সাবজেক্ট হচ্ছে জীববিজ্ঞান। বিজ্ঞান
বিভাগের অনেক শিক্ষার্থী রয়েছে যারা অনার্সে উঠার পর জীববিজ্ঞান নিয়ে পড়াশোনা
করে থাকে।
আবার অনেকে অনেক দ্বিধাদ্বন্দ্বে থাকে যে এই সাবজেক্ট নিয়ে পড়ে কি হওয়া
যাবে এবং ভবিষ্যতে কি করা যেতে পারে। তাই আজকে আমরা আপনাদেরকে বলবো যে জীববিজ্ঞান
নিয়ে পড়লে কি হওয়া যায়।
১। আসলে জীববিজ্ঞান হচ্ছে এমন এক ধরনের বিজ্ঞান যা বিভিন্ন প্রাণী সম্পর্কে বলা
হয়ে থাকে একটি প্রাণীর শরীরের সকল সমস্যা সমাধান রয়েছে এই জীববিজ্ঞানের মধ্যে।
২। জীববিজ্ঞান নিয়ে পড়ে অনেক শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার হতে পারে। আমাদের
দেশে যে সকল ডাক্তার রয়েছে সবাই জীববিজ্ঞান সাবজেক্টটি পড়ার পর তারপর ডাক্তার
হয়েছে।
৩। এছাড়াও আপনি যদি জীববিজ্ঞান নিয়ে কোনো ভালো একটি ভার্সিটি থেকে অনার্স
কমপ্লিট করেন তাহলে আপনি যেকোনো ক্লিনিক অথবা মেডিকেলে চাকরি করতে পারবেন।
৪। আবার অনেকে রয়েছে যারা জীববিজ্ঞান নিয়ে পড়ে ডাক্তারি পাশ করে নিজে একটি
ক্লিনিক অথবা চেম্বার দেয় এবং রোগী দেখে। এতে করে সে মাসে প্রায় কয়েক লাখ টাকা
ইনকাম করতে পারে।
তাই পরিশেষে বলা যায় যে আপনি যদি জীববিজ্ঞান নিয়ে ভালোভাবে কোন পাবলিক
বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে পারেন তাহলে
ভবিষ্যতে আপনাকে আর পিছে ঘুরে তাকাতে হবে না। আপনি ডাক্তারি পাশ করে যে কোন
ক্লিনিক অথবা মেডিকেলে ডাক্তারি করতে পারবেন।
সাইন্স নিয়ে পড়লে কি উকিল হওয়া যায়
সাইন্স নিয়ে পড়লে কি উকিল হওয়া যায় এ সম্পর্কে অনেকেই জানতে চাই। আসলে সাইন্স
পড়ে কেউ কোনদিন উকিল হতে পারে না উকিল হতে গেলে আপনাকে আর্স নিয়ে পড়াশোনা করতে
হবে।
হ্যাঁ আপনি যদি চান তাহলে এইচএসসির পর সাইন্স থেকে মানববিকে আসতে পারবেন এবং
তারপর এলএলবি নিয়ে পড়ে অ্যাডভোকেটশীপ পরীক্ষায় উত্তীর্ণ হলে তারপর আপনি উকিল
হতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় আপনি সাইন্স থেকে চাইলে মানবিক
অথবা ব্যবসায় শিক্ষা বিভাগে আসতে পারবেন কিন্তু মানবিক অথবা ব্যবসায়ী শিক্ষা
থেকে সাইন্সে আসতে পারবেন না।
যার ফলে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এসএসসি এবং এইচ এস সি সাইন্স নিয়ে পড়াশোনা
করে এবং তারপর ভার্সিটিতে এসে তারা আবার মানবিকে এলএলবি নিয়ে পড়াশোনা করে এবং
পরবর্তীতে অ্যাডভোকেটশিপ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে উকিল হয়ে যায়।
তাই পরিশেষে বলা যায় যে সাইন্স নিয়ে উকিল হওয়া যায় না উকিল হতে গেলে মানবিক
বিভাগ থেকে আইন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে এবং তারপর উকিল হতে হবে।
লেখকের মন্তব্য
আপনি যদি সাইন্সের কয়টি সাবজেক্ট এবং সেরা সাবজেক্ট কোনটি সে সম্পর্কে আমাদের এই
আর্টিকেলটি পড়ে জেনে থাকেন তাহলে আমাদের এই আর্টিকেলটিতে একটি লাইক ও কমেন্ট
করুন। আরো নতুন নতুন তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url