গরমে এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার সেরা ৫টি উপায়
প্রিয় পাঠক আপনি যদি গরমে এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায় কি এ সম্পর্কে সকল
তথ্য জানতে চান তাহলে আজকেরে আর্টিকেলটি আপনার জন্য। কারণ আজকের এই আর্টিকেলে
আমরা গরমে রুম ঠান্ডা করার উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
তাই আপনি যদি আমাদের আর্টিকেলটি সম্পূর্ণ পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে গরমের
সময় কিভাবে নিজের ঘর এবং ঘরের ছাদকে ঠান্ডা রাখতে হয়।
সূচিপএঃ গরমে এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার সেরা ৫টি উপায়
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায়
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায় কি গরম এলেই প্রত্যেকেরই মাথায় এই চিন্তা আসে
কারণ সবার পক্ষে এসি কেনার মত সামর্থ থাকে না আবার অনেকে মনে করে এসি স্বাস্থ্যের
জন্য অনেক ক্ষতিকর যার ফলে তারা চায় এসে ছাড়াই যাতে গরমে ঘরকে ঠান্ডা রাখা
যায়।
আরো পড়ুনঃ শরীরে অতিরিক্ত গরম লাগার কারণ
গরমের সময় আপনি যদি ঘর ঠান্ডা করার জন্য তেমন কোনো ব্যবস্থা না নেন তাহলে
অতিরিক্ত গরমে আপনাদের বিভিন্ন রকম রোগ হতে পারে। তাই অতিরিক্ত গরমে এসি ছাড়াই
কিভাবে আপনারা নিজেদের ঘরকে ঠান্ডা রাখতে পারবেন এ সম্পর্কে আর্টিকেলের এই অংশে
আলোচনা করা হবে।
১।ঘরের পাশে গাছ লাগানো
গরমের সময় আপনি যদি এসি ছাড়াই নিজের ঘরকে ঠান্ডা রাখতে চান তাহলে আপনাকে ঘরে
পাশে বিভিন্ন রকম গাছ লাগাতে হবে যেমন মেহবুনি, করোই, আম, কাঁঠাল ইত্যাদি। এসব
গাছ যদি আপনার ঘরের অথবা বাড়ির পাশে থাকে তাহলে সূর্যের তীর্যক রশ্মি কোনদিনই
আপনার ঘরে ঢুকতে পারবে না এবং যার ফলে আপনার ঘর গরমের সময়ও অনেক বেশি ঠান্ডা
থাকবে।
২।গ্যাস ফ্যান ব্যবহার করা
গরমের সময় ঘরকে ঠান্ডা রাখার এবং ঘর থেকে সকল প্রকার গরম ভাবকে অপসারণ করার
সবচেয়ে ভালো একটি উপায় হচ্ছে এই গ্যাস ফ্যান। গরমের সময় গ্যাস ফ্যানটি ঘরের
একেবারে জানালা সাইডে লাগাতে হবে এবং ফ্যানটিকে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরাতে
হবে এর ফলে এটি ঘরের সকল গরম ভাবকে বাইরে বের করে দিবে এবং ঘরকে ঠান্ডা রাখবে।
৩।জানালায় ডাবল গ্লাস লাগানো
বর্তমানে এখন দুই স্তরবিশিষ্ট ডাবল ক্লাস পাওয়া যাচ্ছে জানালায় লাগানোর জন্য।
এই দুই স্তর বিশিষ্ট ডাবল গ্লাস প্রায় তিন থেকে ১০ মিলিমিটার পর্যন্ত পুরু হয়ে
থাকে যার ফলে এর ভিতর দিয়ে অতিরিক্ত গরম অথবা ঠান্ডা কোন কিছুই প্রবেশ করতে পারে
না। এই গ্লাস যদি নিয়ে আপনার ঘরের জানালায় লাগান তাহলে গরম অথবা শীত দুইটা
সময়ে আপনি অনেক আরামে থাকতে পারবেন।
৪।ঘরে বাতাস প্রবেশ করতে দেওয়া
অনেকে রয়েছে যারা ঘরের দরজা জানালা সব সময় লাগিয়ে রাখে যার ফলে ঘরে কোনরকম
বায়ুপ্রবাহ না থাকায় ঘর আরো বেশি গরম হয়ে যায় তাই সবসময় চেষ্টা করবেন যে
ঘরের দরজা জানালা খোলা রাখতে এতে করে ঘরে বায়ু প্রবাহ ঠিক থাকবে এবং ঘর অনেক
বেশি ঠান্ডা থাকবে।
৫।বরফের মাধ্যমে ঘর ঠান্ডা করা
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে বরফের মাধ্যমে ঘর ঠান্ডা করা। এ
পদ্ধতিতে আপনি এসির মতো করেই ঘরকে ঠান্ডা করতে পারবে এর জন্য আপনাকে প্রথমে একটি
পাত্রে বেশ কয়েকটি বরফের টুকরো নিতে হবে এবং এগুলো ফ্যানের নিচে রেখে দিতে হবে
এর ফলে এটি গরম তাপ শুষে নিবে এবং ঘরকে ঠান্ডা করবে।
গরমে রুম ঠান্ডা করার উপায়
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে আর্টিকেলের উপরের অংশে বিস্তারিত
আলোচনা করা হয়েছে তাই এবার গরমে রুম ঠান্ডা করার উপায় সম্পর্কে এই অংশে
বিস্তারিত আলোচনা করা হবে। বাংলাদেশে গরমের সময় প্রচুর পরিমাণে গরম পড়ে এবং
শীতের সময় প্রচুর পরিমাণে শীত পড়ে।
গরমের সময় বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪৫ ডিগ্রির উপরেও উঠে যায় যার
ফলে এই সময় মানুষের জীবন যাপন করা অনেক কঠিন সাধ্য হয়ে যায়। তাই আমরা
আপনাদেরকে এমন কিছু উপায় সম্পর্কে বলবো যেগুলোর মাধ্যমে আপনারা খুব সহজেই
আপনাদের রুমকে গরমের সময় ঠান্ডা রাখতে পারবেন।
আরো পড়ুনঃ শরীরের গরম কমানোর উপায়
১। গরমের সময় ঘরকে ঠান্ডা রাখার এবং ঘর থেকে সকল প্রকার গরম ভাবকে অপসারণ করার
সবচেয়ে ভালো একটি উপায় হচ্ছে এই গ্যাস ফ্যান এই গ্যাস ফ্যানটি আপনি আপনার রুমের
জানালার পাশে লাগাবেন এতে করে এটি রুমের সকল রকম গরম কে বাইরে বের করে দিবে।
২। গরমের সময় আপনি যদি এসি ছাড়াই নিজের ঘরকে ঠান্ডা রাখতে চান তাহলে আপনাকে ঘরে
পাশে বিভিন্ন রকম গাছ লাগাতে হবে যেমন মেহবুনি, করোই, আম, কাঁঠাল ইত্যাদি এগুলো
গাছপালা যদি আপনার রুমের পাশে থাকে তাহলে আপনার রুম রোদের হাত থেকে রক্ষা পাবে
এবং ঠান্ডা থাকবে।
৩। বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে বরফের মাধ্যমে ঘর ঠান্ডা করা। এ
পদ্ধতিতে আপনি এসির মতো করেই ঘরকে ঠান্ডা করতে পারবে এর জন্য আপনাকে প্রথমে একটি
পাত্রে বেশ কয়েকটি বরফের টুকরো নিতে হবে এবং এগুলো ফ্যানের নিচে রেখে দিতে হবে
এর ফলে এটি গরম তাপ শুষে নিবে এবং ঘরকে ঠান্ডা করবে।
৪। এবং সব সময় রুমের দরজা জানালা সবসময় খুলে রাখবেন বিশেষ করে রাতের বেলায়।
কারণ সন্ধ্যার পর সূর্যের আলো না থাকায় সে সময় তাপমাত্রা একটু কম থাকে তাই এই
সময় রুমের দরজা জানালা খোলা থাকলে রুম খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়।
৫। এছাড়াও রুমে লাইটগুলো অযথা জ্বালিয়ে রাখবেন না এতে করে রুমের তাপমাত্রা
বেড়ে যেতে পারে চেষ্টা করবেন রুমে সব সময় জিরো লাইট ব্যবহার করতে।
৬। চেষ্টা করবেন রুমের বিছানার চাদরটি যেন সুতি কাপড়ের হয় কারণ বিছানার চাদর
যদি বেশি রংচং এ হয় তাহলে বিছানাটি অনেক গরম থাকে যার ফলে অনেক অস্বস্তি বোধ
হয়।
রুমের গরম বাতাস বের করার উপায়
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায় হলো রুমের গরম বাতাসকে বাইরে বের করে দেওয়া
আপনি যখন রুমের গরম বাতাসকে বাইরে বের করে দিবেন তখন আপনার রুম সহজে ঠান্ডা হয়ে
যাবে। তাই রুমের গরম বাতাস বের করার উপায় কি এই সম্পর্কে এই আর্টিকেলে
বিস্তারিতভাবে আলোচনা করব।
রুমের গরম বাতাস বের করার সবচেয়ে ভালো একটি উপায় হচ্ছে বাড়ির আশেপাশে
বেশি বেশি করে গাছপালা লাগানো কারণ গাছ বায়ুতে অক্সিজেন সরবরাহ করে এবং কার্বন
ডাই-অক্সাইড কে নিজের দিকে টেনে নেয় আর কার্বন ডাই অক্সাইড বায়ুতে প্রচুর গরমের
সৃষ্টি করে।
আরো পড়ুনঃ গরমে বাচ্চাদের ত্বকের যত্ন নেওয়ার উপায়
আর যার ফলে আপনার ঘরে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ বেশি হয়ে যাওয়ার কারণে
গরম একটি বাতাস প্রবাহিত হয় এটি গাছ নিজের দিকে টেনে নেয় এবং ঘরকে ঠান্ডা করে
তাই সবসময় চেষ্টা করবেন বাড়ির আশেপাশে বেশি বেশি করে গাছপালা লাগাতে। এছাড়াও
আরেকটি উপায় রয়েছে যেটির মাধ্যমে রুমের গরম বাতাস বাইরে বের করা যায় সেটি
হচ্ছে বরফ অথবা ঠান্ডা পানি।
বরফ এবং ঠান্ডা পানি আপনার রুমের ফ্যানের নিচে নিয়ে ফ্যান ছেড়ে দিবেন এতে
করে ফ্যানের বাতাস ঘরের সকল প্রকার গরম বাতাসকে ঠান্ডা একটি বাতাসে রূপান্তরিত
করে দিবে এবং রুমকে ঠান্ডা করবে। তাই বলা যায় যে আপনি যদি গরমের সময় আপনার
রুমকে ঠান্ডা রাখতে চান এবং রুমে ভালোভাবে বসবাস করতে চান তাহলে অবশ্যই এই
বিষয়গুলো মেনে চলবেন।
ছাদ ঠান্ডা রাখার গাছ
গরমের সময় বাড়ির ছাদ ঠান্ডা রাখার গাছ যেমন মেহগনি, নিম, কড়ই, বট, কাঁঠাল
ইত্যাদি এগুলো শুধু বাড়ির ছাদকেই নয় এগুলো পুরো বাড়িতে গরমের সময় ঠান্ডা
রাখতে অনেক সাহায্য করে। বিশেষ করে বাড়ির ছাদকে এসব গাছ ঠান্ডা রাখতে অনেক বেশি
সাহায্য করে।
আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন যে গ্রামের দিকে যে কোন বাড়িতে গেলে
তেমন গরম লাগে না সেটা হোক ছাদের বাড়ি অথবা টিনের বাড়ি। এর কারণ হচ্ছে গ্রামের
প্রত্যেকটি বাড়ির চারপাশে সুন্দরভাবে বিভিন্ন রকম গাছ লাগানো থাকে যার ফলে
সেখানে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কম থাকে এবং গরম কম লাগে।
কিন্তু শহরের দিকে কোন বাড়িতে গাছ দেখা যায় না বেশিরভাগ রাস্তাঘাট এবং
গাড়ি ঘোরায় বেশি দেখা যায় যার ফলে সেখানে প্রচুর পরিমাণ কার্বন-ডাই-অক্সাইডের
পণ্য হয় এবং গরম বেশি লাগে।
তাই আপনি যদি নিজের বাড়িকে ঠান্ডা রাখতে চান তাহলে আপনাকে গাছ লাগাতে হবে
গাছ লাগানোর যদি জায়গা না থাকে তাহলে আপনি চাইলে ছাদে মাটি দিয়ে অথবা টপ দিয়ে
বিভিন্ন রকম গাছ লাগাতে পারেন এতে করেও আপনার ছাদ অনেক ঠান্ডা থাকবে এবং ছাদ
ঠান্ডা থাকা মানে পুরো বাড়ি ঠান্ডা থাকা।
ছাদের গরম কমানোর উপায়
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায় জানার আগে আপনাকে প্রথমে ছাদের গরম কমানোর উপায়
সম্পর্কে জানতে হবে কারণ গরমের সময় ছাদ যদি ঠান্ডা না থাকে তাহলে আপনি আপনার
ঘরকে ঠান্ডা করতে পারবেন না তাই আপনাকে প্রথমে বাড়ির ছাদকে ঠান্ডা করতে হবে। তাই
আজকে আমরা এই আর্টিকেলে আপনাদেরকে বলবো বাড়ির ছাদ ঠান্ডা করার কিছু উপায়।
- বাড়ির ছাদ ঠান্ডা করার উপায়
একটি বাড়ির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বাড়ির ছাদ। তাই গরমের সময় আপনি যদি
নিজের বাড়িকে এবং ঘরকে ঠান্ডা রাখতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে ছাদকে ঠান্ডা
রাখতে হবে। গরমের সময় ছাদকে ঠান্ডা রাখা সবচেয়ে ভালো একটি উপায় হচ্ছে ছাদের
উপরে বেশি বেশি করে মাটি অথবা টপ দিয়ে গাছ লাগানো।
ছাদে গাছ থাকলে এটি সূর্যের আলোকে সরাসরি ছাদে পড়তে বাধা দেয় যার ফলে ছাদ
তুলনামূলক ভাবে ঠান্ডা থাকে। এছাড়াও আরেকটি উপায় রয়েছে ছাদকে ঠান্ডা রাখার
সেটি হল ছাদে পানি জমিয়ে রাখা। ছাদ যদি বেশি গরম হয়ে যায় তাহলে আপনি চাইলে
ছাদে পাইপ দিয়ে পানি দিতে পারবেন এতে করে ছাদের যে গরম একটি ভাব সেটি চলে যাবে
এবং ছাদ ঠান্ডা হয়ে যাবে।
লেখকের মন্তব্য
এসি ছাড়া ঘর ঠান্ডা রাখার উপায় সম্পর্কে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।
তাই গরমে কিভাবে নিজের ঘরকে এবং বাড়ির ছাদকে ঠান্ডা রাখতে হবে এ সম্পর্কে সকল
তথ্য আমাদের আর্টিকেল থেকে জেনে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেল অবশ্যই একটি
লাইক এবং কমেন্ট করুন। এবং এ ধরনের সফল রকম তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে
যুক্ত থাকুন।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url