ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় কি? তা জানুন
ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় হল একটি জিডি করা কিন্তু এ সকল সার্ভার ক্রাইম
এর জন্য আলাদাভাবে জিডি করতে হয় তাই আপনাকে অবশ্যই ফেসবুক আইডি হ্যাক হলে জিডি
করার নিয়ম গুলো জানতে হবে আর এ সম্পর্কে আমাদেরে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করা
হয়েছে।
তাই আপনি যদি আপনার পার্সোনাল ফেসবুক আইডি হ্যাক হওয়া থেকে উদ্ধার করতে চান
তাহলে আমাদের আর্টিকেলটি একবার পড়তে পারেন।
সূচিপএঃ ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় কি? তা জানুন
ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয়
আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে গেছে কিন্তু ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় কি
বা কিভাবে ফেসবুক আইডিকে পুনরুদ্ধার করবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের এই
আর্টিকেলটি আপনার জন্য।
আসলে ফেসবুক আইডি হ্যাক হওয়া বর্তমান সময় সবচাইতে কমন একটি সমস্যা হয়ে
দাঁড়িয়েছে কারণ বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম
হচ্ছে ফেসবুক এবং যার ফলে দিন দিন ফেসবুক ব্যবহারকারীদের সংখ্যা বেড়ে চলেছে।
আর ফেসবুক যেহেতু অনেক জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তাই এখানে
প্রতিটি মানুষেরই কিছু গুরুত্বপূর্ণ এবং পার্সোনাল তথ্য থাকে যা অন্যান্য মানুষ
জানলে সমস্যা হতে পারে।
কিন্তু বর্তমানে অনেক অসাধু মানুষ হয়েছে যারা শত্রুতার বশে বা বিভিন্ন
লোভে পড়ে অন্য ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে থাকে যেহেতু এখন তথ্য প্রযুক্তি
আগের চেয়ে অনেক বেশি উন্নত তাই কারো ফেসবুক আইডি হ্যাক করা তেমন কোন কঠিন কাজ
না। ফেসবুক আইডি হ্যাক করা যেমন সহজ তেমনি সেই ফেসবুক আইডি আবার ফিরে পাওয়া অনেক
সহজ।
কিন্তু হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেতে হলে বেশ কিছু উপায় রয়েছে
যেগুলো আপনাকে মেনে চলতে হবে আর আজকে এই উপায়গুলোই আমরা আপনাদের সাথে আলোচনা করব
যাতে করে আপনি আপনার হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পেতে পারেন।
আপনার ফেসবুক আইডিতে যদি ইমেইল অ্যাকাউন্ট যোগ করা থাকে থাকে তাহলে হ্যাকার
যদি আপনার আইডির নাম্বার পাসওয়ার্ড এবং ইমেইল একাউন্ট ডিলিট করে দেয় তারপর আপনি
আপনার অ্যাকাউন্টটি ফিরে পাবেন।
কিন্তু আপনার ফেসবুক আইডি যদি শুধু মাএ একটি ফোন নাম্বার দিয়ে খোলা হয়ে থাকে তাহলে
হ্যাকার যদি ফেসবুক আইডির শুধু পাসওয়ার্ড চেঞ্জ করে তাহলেই শুধু আপনি আপনার
ফেসবুক আইডি ফিরে পাবেন।
যে আপনার ফেসবুক আইডিতে ইমেইল যোগ করা থাকে তাহলে হ্যাকার যদি আপনার ফেসবুক
আইডি নাম্বার পাসওয়ার্ড এবং ইমেইল চেঞ্জ করে দেয় তাহলেও আপনার ইমেইলে আইডি
রিকভারির একটি মেসেজ আসবে।
এবং এই মেসেজের মধ্যে আপনাকে সিকিউরি ইওর একাউন্ট এই অপশনটিতে চাপ দিতে
হবে এরপর আপনার কাছে দুইটি বাটন আসবে আপনি সেখান থেকে কন্টিনিউ বাটান হয়ে চাপ
দিবেন। কন্টিনিউ বাটনে চাপ দেওয়ার পর আপনি মোট তিনটি অপশন পাবেন তিনটি অপশনের
মধ্যে শেষের যে অপশনটি রয়েছে আইডেন্টিটি ইউর ফটো এই অপশনটিতে চাপ দিবেন।
এই অপশনটিতে চাপ দেয়ার পর আপনার আইডিতে পোস্ট করা সকল ছবি এবং তথ্য
আপনার সামনে দেয়া হবে এবং আপনাকে সেগুলো দেখে চিনতে হবে এবং উত্তর দিতে হবে
তাহলেই ফেসবুক বুঝতে পারবে যে এই আইডিটি আপনার আর এভাবে পাঁচটি ছবি দেওয়া হবে
আপনাকে পাঁচটি ছবির সঠিক উত্তর দিতে হবে।
এরপর ফেসবুক থেকে আপনাকে নতুন একটি পাসওয়ার্ড দিতে বলা হবে তো আপনি
সেখানে ভালো একটি হার্ড পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে কন্টিনিউ
বাটনে চাপ দিবেন তাহলে ফেসবুক আপনাকে আপনার আইডিতে প্রবেশ করিয়ে দিবে।
ফেসবুকে প্রবেশ করার পর আপনি সেটিং এ গিয়ে চেক করবেন যে আপনার ফেসবুক
আইডির নাম্বার এবং জিমেইল ঠিক আছে কিনা যদি হ্যাকার তার নিজের নাম্বার এবং ইমেল
আইডি দিয়ে থাকে তাহলে আপনি সেগুলো রিমুভ করে নিজের নাম্বার এবং ইমেইল একাউন্ট
দিবেন।
এছাড়াও আপনার ফেসবুক আইডিতে যদি ইমেইল সেট করা না থাকে শুধু ফোন নাম্বার
সেট করা থাকে তাহলে আপনি আপনার আইডি ফিরে পাবেন।
তার জন্য আপনাকে ফেসবুক আইডি লগইন অপশনে গিয়ে ফরগেট পাসওয়ার্ডে চাপ
দিতে হবে এরপর আপনার ফেসবুক আইডির যে ফোন নাম্বার দিয়ে খোলা সে ফোন নাম্বারটি
ওখানে দিয়ে কন্টিনিউ বাটনে চাপ দিতে হবে তাহলে সেই নাম্বারে একটি কোড যাবে এবং
সেই কোডটি এখানে বসিয়ে দিলেই আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে
পারবেন।
আর এইভাবে আপনি আপনার ফোন নাম্বার দিয়েই ফেসবুক আইডি রিকভারি করতে
পারবেন যদি হ্যাকার শুধু পাসওয়ার্ড চেঞ্জ করে থাকে।
ফেসবুক আইডি হ্যাক হলে জিডি করার নিয়ম
ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় হচ্ছে থানায় গিয়ে জিডি করা কিন্তু তার আগে
আপনাদেরকে ফেসবুক আইডি হ্যাক হলে জিডি করার নিয়ম কি বা কিভাবে জিডি করতে হয় এ
সম্পর্কে জানতে হবে কারণ সাধারণ কোন অপরাধের জিডি আর সাইবার ক্রাইমের জিডির
মধ্যে অনেক তফাৎ রয়েছে।
বর্তমান সময়ে বাংলাদেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অনেক নতুন নতুন
নিয়ম প্রণয় করা হয়েছে যাতে করে কেউ কোনো রকম সাইবার ক্রাইম করতে না পারে।
তাই আপনার যদি পার্সোনাল ফেসবুক আইডি হ্যাক হয়ে যায় তাহলে আপনাকে সাথে সাথে
আপনার পার্শ্ববর্তী থানায় গিয়ে জিডি করতে হবে।
বর্তমান সময়ে বাংলাদেশ পুলিশ কর্তৃপক্ষের পক্ষ থেকে একটি ওয়েবসাইট তৈরি
করা হয়েছে যার মাধ্যমে আপনারা চাইলে ঘরে বসে থেকেই জিডি করতে পারবেন। তাই আজকে
আমরা আপনাদেরকে অনলাইনে এবং থানায় গিয়ে জিডি করার নিয়ম সম্পর্কে বলবো।
- অনলাইনে জিডি করার নিয়ম
অনলাইনে জিডি করার জন্য আপনাকে প্রথমে জিডি পুলিশ গভমেন্ট বিডি এই ওয়েবসাইট
প্রবেশ করতে হবে এরপর সেখানে থাকার রেজিস্ট্রেশন বাটনে চাপ দিলেই আপনার কাছে
চারটি অপশন আসবে এর মধ্যে জাতীয় পরিচয় পত্র যে অপশনটি রয়েছে সেটিতে চাপ দিতে
হবে।
জাতীয় পরিচয়পতিতে চাপ দেওয়ার পর সেখানে আপনার জন্ম সাল এবং জাতীয়
পরিচয়পত্র নাম্বার দিয়ে নিচে থাকা পরবর্তী বাটনে চাপ দিতে হবে। পরবর্তী বাটনে
চাপ দেওয়ার পর আপনাকে একটি ছবি এবং আপনার সিগনেচার করা একটি ছবি দিতে হবে
দেওয়া হয়ে গেলে আবার পরবর্তী বাটনে চাপ দিতে হবে।
এরপর আপনাকে ফোন নাম্বার অপারেটরের নাম ইমেইল একাউন্ট এবং একটি
পাসওয়ার্ড দিতে হবে এগুলো দেওয়া হয়ে গেলে নিচে দুইটি অপশন রয়েছে এই অপশন
দুইটি পূরণ করে পরবর্তী বাটনে চাপ দিতে হবে। এরপর আপনার ফোন নাম্বারে একটি কোড
যাবে সেই কোডটি সেখানে বসিয়ে দিয়ে পরবর্তী বাটন চাপ দিতে হবে তাহলে আপনার
রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে।
এরপর ওখানে কয়েকটি অপশন আসবে যে আপনি কোন বিষয়ে জিডি করতে চান আপনি যে
বিষয়ে জিডি করতে চান সে বিষয়টি সেখানে সিলেট করতে হবে আপনার যেহেতু ফেসবুক
অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে তাই আপনি চুরি হওয়া যে অপশনটি রয়েছে সেখানে চাপ
দিবেন।
সেখানে চাপ দেয়ার পর আপনার কাছে জানতে চাইবে কি চুরি হয়েছে তখন আপনারা
সেখান থেকে ফেসবুক আইডি হ্যাক হওয়া বা চুরি হওয়ার কথাটি সেখানে ভালোভাবে লিখে
তাদেরকে জানিয়ে দিলে আপনার জিডি সম্পন্ন হবে।
- থানায় গিয়ে জিডি করার নিয়ম
অনেকে রয়েছে যাদের ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার পরেও কোন গুরুত্ব দেয় না
বরং তারা নতুন আরেকটি ফেসবুক আইডি খুলে এবং সেটি ব্যবহার করে। আসলে এই কাজটি
করা ঠিক নয় কারণ আপনার ফেসবুক আইডি দিয়ে হ্যাকাররা অনৈতিক বা অবৈধ কোন কাজ
করলে সেটির দায়ভার আপনাকে নিতে হবে।
তাই আইডি হ্যাক হয়ে গেলে সাথে সাথে থানায় গিয়ে একটি জিডি করবেন। আর
থানায় গিয়ে জিডি করার জন্য আপনাকে প্রথমে দুইটি অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে
এ লেটারটি হাতে লিখলে হবে বা আপনি চাইলে কম্পিউটার থেকে প্রিন্টও করে নিতে
পারেন। এবং এই লেটার এর মধ্যে অবশ্যই আপনার ফেসবুক আইডির নাম এবং কোন নাম্বার
এবং ইমেইল আইডি দিতে হবে।
এবং এরপর এই অ্যাপ্লিকেশন লেটার দুইটি থানায় গিয়ে জমা দিতে হবে জমা
দিলে তারা দুইটি কাগজেই সিল মেরে একটি কাগজ আপনাকে দিবে তাহলে আপনার জিডিটি জমা
হয়ে যাবে। এরপর আপনার ফেসবুক আইডিতে কেউ যদি কোন অনৈতিক কাজ করে থাকে তারপরও
আপনার কোন দায় থাকবে না।
এরপর আপনার ফেসবুক আইডি দিয়ে ফেরত আনার জন্য আপনার জিডির একটি ফটোকপি
লাগবে জাতীয় পরিচয় পত্রের একটা ফটোকপি এবং একটি ইমেইল একাউন্ট লাগবে যেটি আগে
কোন ফেসবুক আইডিতে ব্যবহার হয়নি।
এরপর এই তথ্যগুলো আপনাকে cyber@police,gov.bd এই ইমেইল এড্রেসে ইমেইল
করতে হবে তাহলে যখনই আপনার অ্যাকাউন্টটি পাওয়া যাবে তারা আপনাকে জানিয়ে
দিবেন।
ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ
ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় কি এ সম্পর্কে আমরা এই আর্টিকেলের উপরের অংশে
বিস্তারিত আলোচনা করেছি তাই এবার ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণ কি কি কারনে
ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে এই সম্পর্কে আর্টিকেলের এই অংশে বিস্তারিত আলোচনা
করব।
আরো পড়ুনঃ মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো
বর্তমান সবচাইতে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে ফেসবুক আর
তাই এই ফেসবুক হ্যাকিং এর বিষয়টি দিন দিন বেড়েই চলেছে। কিন্তু আপনারা কি
জানেন যে কি কারণে ফেসবুক আইডি হ্যাক হয়ে থাকে তাই চলুন আজকে জেনে নিন যে কি
কারণে ফেসবুক আইডি হয়ে থাকে।
১। ফেসবুক আইডি হ্যাক হওয়ার একটু অন্যতম কারণ হচ্ছে অপরিচিত অনেকের সাথে
ফ্রেন্ড হওয়া। বর্তমানে ফেসবুকে মানুষের যে পরিমাণ ফ্রেন্ড রয়েছে রিয়েল
লাইফে তার এক পারসেন্ট ফ্রেন্ড ও নেই। আর ফেসবুক আইডি হ্যাক হওয়ার এটি হলো
একটি অন্যতম কারণ।
২। বর্তমানে অনেক মানুষ হয়েছে যারা তাদের রিয়েল লাইফে সকল কিছুই ফেসবুকের
সাথে শেয়ার করেন যার ফলে সেখান থেকে অনেক মানুষ এগুলো দেখে ফেসবুক আইডি হ্যাক
করার চেষ্টা করে।
৩। আবার অনেকে রয়েছে ফেসবুক আইডি খোলার সময় তেমন কোন হার্ড পাসওয়ার্ড দেয়
না আবার অনেকে ফেসবুকে ইমেইল অ্যাকাউন্ট সেট করেন যার ফলে হ্যাকারদের আইডি
হ্যাক করা খুব সহজ হয়ে যায়।
৪। ফেসবুক আইডি হ্যাক হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে বিভিন্ন লিংকে প্রবেশ
করা। ফেসবুক মেসেঞ্জার অথবা বিভিন্ন ব্রাউজারে আমরা অনেক সময় অনেক রকম লিংক
পেয়ে থাকি এবং এ সকল লিংকে বিভিন্ন রকম অফার এর লোভন দেখিয়ে ফেসবুক আইডি লগইন
করতে বলে আর যার ফলে অনেক সময় আইডি হ্যাক হয়ে যায়।
ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম
বর্তমানে ফেসবুক আইডি হ্যাক হওয়ার কারণে অনেকে ফেসবুক একাউন্ট হ্যাক হলে
করণীয় কি এ সম্পর্কে জানতে চাই কিন্তু ফেসবুক আইডি হ্যাক হওয়ার আগে আপনি
আপনার আইডিকে হ্যাক হওয়ার হাত থেকে বাঁচাতে চান তাহলে আপনাকে ফেসবুকের
পাসওয়ার্ড পরিবর্তন করার নিয়ম সম্পর্কে জানতে হবে।
কারণ আপনি যদি আপনার ফেসবুক আইডি কে সিকিউর করতে চান তাহলে আপনাকে অবশ্যই
ফেসবুক আইডিতে একটি হার্ড পাসওয়ার্ড দিতে হবে আর সেজন্য আপনাকে অবশ্যই
পাসওয়ার্ড চেঞ্জ করা জানতে হবে।
ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনাকে প্রথমে ফেসবুক আইডিতে
প্রবেশ করতে হবে এরপর ফেসবুকের সেটিং অপশনে গিয়ে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি
অপশনে চাপ দিতে হবে।
তাহলে আপনার সামনে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটি অপশন আসবে ওখানে চাপ দিয়ে
আগের পাসওয়ার্ডটি দিবেন তারপর নতুন পাসওয়ার্ড দিয়ে সেভ করলেই কাজ হয়ে যাবে।
আসলে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করা খুব একটি কঠিন কাজ নয় আপনি একবার ট্রাই
করলেই নিজে নিজেই পারবেন।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক ফেসবুক একাউন্ট হ্যাক হলে করণীয় কি এ সম্পর্কে আজকের এই
আর্টিকেলটি সম্পূর্ণটি সাজানো হয়েছে তাই আজকের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো
লেগে থাকে এবং আপনি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটিতে অবশ্যই একটি লাইক
এবং কমেন্ট করবেন। এবং এ ধরনের সকল রকম তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথে
যুক্ত থাকুন।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url