ছেলে এবং মেয়েদের পুলিশের চাকরির যোগ্যতা কি কি
আপনারা যারা পুলিশের চাকরি করতে চান কিন্তু পুলিশের চাকরির যোগ্যতা কি এ সম্পর্কে
জানেন না তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য কারণ এখানে আমরা পুলিশের চাকরির
জন্য কি যোগ্যতা লাগে ও পুলিশের চাকরির জন্য কত টাকা লাগে এ সম্পর্কে আলোচনা
করেছি।
তাই আপনারা যারা পুলিশের চাকরি করতে ইচ্ছুক তারা আমাদের আর্টিকেলটি পড়তে পারেন।
সূচিপত্রঃ ছেলে এবং মেয়েদের পুলিশের চাকরির যোগ্যতা কি কি
পুলিশের চাকরির যোগ্যতা
আপনার যদি কেউ পুলিশের চাকরি করতে চান তাহলে পুলিশের চাকরির যোগ্যতা কি কি এ
সম্পর্কে বিস্তারিত জানতে হবে। প্রত্যেকটি মানুষেরই একটি স্বপ্ন থাকে যে সে একদিন
বাংলাদেশ পুলিশের চাকরি করবে।
বাংলাদেশ পুলিশে চাকরি করার জন্য অনেকগুলো পোস্ট রয়েছে যেমন কনস্টেবল, এস
আই এবং সার্জেন্ট, সার্জেন্ট, ওসি, এএসপি, ইত্যাদি আরে সকল পোস্টে চাকরি করার
জন্য শিক্ষাগত এবং কিছু শারীরিক যোগ্যতার প্রয়োজন হয়। তাই আজকে আমরা আপনাদেরকে
পুলিশের চাকরি করার জন্য যে সকল যোগ্যতার প্রয়োজন হয় সে সম্পর্কে বিস্তারিত
বলবো।
- কনস্টেবল
বাংলাদেশ পুলিশের সবচাইতে নিচু পোস্ট হচ্ছে কনস্টেবল আর কনস্টেবল পদে এপ্লাই করে
চাকরি করার জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস হতে হবে।
কনস্টেবল এ বেতন হচ্ছে দশ হাজার টাকা এছাড়াও বাড়ি ভাড়া এবং
খাওয়া-দাওয়া দিয়ে মোটে ১৫ হাজার টাকা পাওয়া যায়। আপনি চাইলে কনস্টেবল থেকে
প্রমোশন নিয়ে ভবিষ্যতে নায়েক,হেড কনস্টেবল অথবা অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর
হতে পারবেন।
- এসআই এবং সার্জেন্ট
এসআই পুলিশের কাজ হচ্ছে কোন কিছু নিয়ে তদন্ত করা এবং সে বিষয় নিয়ে মাঠ
পর্যায়ে কাজ করা এবং সার্জেন্ট পুলিশ হচ্ছে মূলত ট্রাফিক নিয়ন্ত্রণকারী এর কাজ
হচ্ছে রাস্তায় যে সকল গাড়ি চলাচল করবে সেসকল গাড়ির ড্রাইভিং লাইসেন্স আছে কিনা
এ বিষয় পর্যালোচনা করা।
আপনি চাইলে এসআই এবং সার্জেন্ট এই দুই পদে এপ্লাই করতে পারবেন এর জন্য
আপনাকে অনার্স অথবা ডিগ্রি সম্পন্ন এবং আপনার উচ্চতা ৫ ফুট ৬ থাকতে হবে। এছাড়াও
এপ্লাই করার পর আপনাকে বেশ কিছু ভাইবা এবং রিটেন পরীক্ষা দিতে হবে।
- ওসি
ওসি এর পূর্ণরূপ হচ্ছে অফিশিয়াল ইনচার্জ বিশেষ করে কয়েকটি সাব-ইন্সপেক্টর অথবা
এস আই থেকে ওসি নির্ধারণ করা হয়ে থাকে। মূলত কনস্টেবল থেকেও প্রমোশন পেয়ে ওসি
পদে যাওয়া যায় কিন্তু সে ক্ষেত্রে অনেকগুলো ধাপ রয়েছে যেগুলো পার করতে হয়।
- এএসপি
এএসপি এর পূর্ণরূপ হচ্ছে এসিস্ট্যান্ট পুলিশ অফ পুলিশ এই পদে যোগ দেওয়ার জন্য
আপনাকে অবশ্যই যে কোন বিশ্ববিদ্যালয় থেকে অনার্স সম্পূর্ণ করতে হবে এখানে ডিগ্রী
শেষ করে সরাসরি ভাবে যোগ দেওয়া যায় না। এছাড়া আপনি এএসপি থেকে প্রমোশন নিয়ে
এডিশনাল এসপি অ্যাডিশনাল ডিআইজি আইজিপি ইত্যাদি বড় বড় পোস্টে যেতে পারবেন।
পুলিশের চাকরির জন্য কত টাকা লাগে
আপনারা ইতিমধ্যে অনেকেই পুলিশের চাকরির যোগ্যতা সম্পর্কে জেনেছেন কিন্তু তারপরেও
অনেকে রয়েছে যারা ঘুষ দিয়ে পুলিশের যে কোন পোস্টে চাকরি করতে চায় এর জন্য তারা
পুলিশের চাকরির জন্য কত টাকা লাগে বা কাকে টাকা দিলে চাকরি পাওয়া যাবে এই
সম্পর্কে জানতে চাই। কিন্তু আসল কথা হল যে পুলিশের চাকরি পেতে কোনরকম টাকার
প্রয়োজন হয় না।
সাধারণত পুলিশের চাকরির নিয়োগ তিনটি পদে হয়ে থাকে কনস্টেবল, এস আই এবং
বিসিএস। সাধারণত কনস্টেবল এসআই এবং সার্জেন্ট পদে আবেদন ফি বাবদ ৪০ টাকা করে লাগে
এছাড়া শুধু বিসিএস পদে আবেদনের জন্য ১০০০ টাকার প্রয়োজন হয় এর বাবদ পুলিশের
চাকরি পাওয়ার জন্য আর কোন টাকার প্রয়োজন হয় না।
এরপর চাকরি পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন রকম রিটেন এবং মৌখিক পরীক্ষা দিতে
হবে এগুলোর মধ্যে আপনি যদি টিকতে পারেন তাহলে আপনি পুলিশের চাকরিতে যোগদান করতে
পারবেন। একটা সময় ছিল যে সময় পুলিশের যে কোন পোস্টে চাকরির জন্য একটি মোটা
অংশের ঘুষের প্রয়োজন হতো বিশেষ করে পুলিশের কনস্টেবল পদে এটি বেশি হত।
এছাড়াও এসআই এবং সার্জেন্ট পদেও ঘোষের প্রয়োজন হতো ওই সময় পুলিশের
চাকরির বিভিন্ন প্রতারক চক্র ৫ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে থাকতো আর এই
ঘুষ দেওয়ার পর অনেকে চাকরি পেত আবার অনেকে পেত না।
কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশ সরকারের নির্দেশনা অনুযায়ী পুলিশের চাকরিতে
কোনরকম ঘুষের প্রয়োজন হয় না এখন যে যার যোগ্যতা অনুযায়ী পুলিশের বিভিন্ন
পোস্টে চাকরি করার সুযোগ পাচ্ছে।
মেয়েদের পুলিশ হওয়ার যোগ্যতা
আপনার যদি কেউ বাংলাদেশ পুলিশ সে যোগ দিতে চান তাহলে পুলিশের চাকরির যোগ্যতা কি
কি এই সম্পর্কে জানতে হবে শুধু এটি জানলেই হবে না তার সাথে আপনাকে অবশ্যই ছেলেদের
ও মেয়েদের পুলিশ হওয়ার যোগ্যতা কি এই সম্পর্কেও জানতে হবে।
তাই আজকে আমরা আর্টিকেলের এই অংশে আলোচনা করব যে একজন মেয়ে যদি বাংলাদেশ
পুলিশে চাকরি করতে চাই তাহলে তার কি কি যোগ্যতা থাকা লাগবে।
আরো পড়ুনঃ ঘরে বসে মেয়েদের সেরা ১০টি হাতের কাজ
১। বাংলাদেশ পুলিশের সর্বনিম্ন স্তর হচ্ছে কনস্টেবল আর তাই এই কনস্টেবলে আবেদন
করার জন্য এবং চাকরি করার জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস হওয়া লাগবে এছাড়াও
আপনি যদি বড় পোস্ট যেমন এসআই অথবা সার্জেন্ট আবেদন করতে যান তাহলে আপনাকে অবশ্যই
অনার্স অথবা ডিগ্রী সম্পন্ন করতে হবে।
২। মেয়েদের ক্ষেত্রে পুলিশে আবেদন করার জন্য অবশ্যই ১৮ থেকে ২০ বছর হতে হবে এর
বেশি হলে সে আবেদন করতে পারবে না। আবার কেউ যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকে
তাহলে সে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবে।
৩। এবং মেয়েদের ক্ষেত্রে পুলিশের চাকরির জন্য উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ২ হতে হবে
এর কম হলে পুলিশের চাকরি করতে পারবেনা।
৪। পুলিশের চাকরি করতে হলে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং উচ্চতা অনুযায়ী
আপনার ওজন ঠিক থাকতে হবে।
৫। এরপর আপনাকে এক তারিখ দেওয়া হবে এবং সে তারিখে আপনার জেলার পুলিশ মাঠে যেতে
হবে এবং সাথে করে আপনার এনআইডি কার্ড বাবা মার এনআইডি কার্ড এবং নিজের জন্ম
নিবন্ধন কার্ড এর ফটোকপি নিয়ে যেতে হবে।
৬। এবং সেখানে যাওয়ার পর তারা আপনার সকল কাগজপত্র আপনার বয়স উচ্চতা ওজন ইত্যাদি
সব পরীক্ষা করে দেখবে। এরপর আপনাকে কিছু লিখিত এবং মৌখিক পরীক্ষা দিতে হবে আর এই
সকল পরীক্ষাতে আপনি যদি উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনি পুলিশের চাকরিতে যোগ দিতে
পারবেন।
ছেলেদের পুলিশ হওয়ার যোগ্যতা
মেয়েদের পুলিশের চাকরির যোগ্যতা সম্পর্কে আমরা আগের অংশে বিস্তারিত আলোচনা করেছি
তাই এবার আমরা ছেলেদের পুলিশ হওয়ার যোগ্যতা সম্পর্কে বিস্তার আলোচনা করব।
বাংলাদেশ পুলিশ যে নিয়মিত কাজ করে যাচ্ছে দেশের নিয়ম শৃঙ্খলা রক্ষাথে।
তাই আপনি যদি চান বাংলাদেশ পুলিশে চাকরি করতে তাহলে আপনার মধ্যে অবশ্যই
কিছু যোগ্যতা থাকতে হবে যেগুলোর মাধ্যমে আপনি বাংলাদেশ পুলিশের যে কোন পোস্টে
চাকরি করতে পারবেন।
১। পুলিশের সবচাইতে নিচু পোস্ট হচ্ছে কনস্টেবল আর এটিতে আবেদন করার জন্য আপনাকে
অবশ্যই এসএসসি পাস হওয়া লাগবে। এছাড়া আপনি চাইলে এস আই অথবা সার্জেন্ট পদে
চাকরি করতে পারবেন কিন্তু সে ক্ষেত্রে আপনাকে অনার্স অথবা ডিগ্রি সম্পন্ন করতে।
২। ছেলেদের ক্ষেত্রে পুলিশের চাকরির জন্য উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট ছয় ইঞ্চি
হতে হবে এর বেশি হলে ভালো কিন্তু কম হলে হবে না।
৩। এবং পুলিশের চাকরি করার জন্য আপনাকে অবশ্যই অবিবাহিত থাকতে হবে।
৪। এরপর আপনাকে একটি তারিখ দেওয়া হবে সে তারিখে আপনার জেলার পুলিশ মাঠে যেতে
হবে। এবং যাওয়ার আগে আপনার জন্ম নিবন্ধন এনআইডি কার্ড বাবা-মার এনআইডি কার্ড
কনস্টেবল পদ হলে এসএসসির সার্টিফিকেট এবং সার্জেন্ট অথবা এসআই পদ হলে অনার্স অথবা
ডিগ্রির টিফিকেট নিয়ে যেতে হবে।
৫। এবং এরপর তারা আপনার বয়স উচ্চতা ওজন ইত্যাদি ভালো ভাবে পরীক্ষা করে দেখবে এবং
আপনার কিছু রিটেন এবং ভাইবা পরীক্ষা নেয়া হবে এগুলোতে শিখতে পারলে আপনি পুলিশের
চাকরিতে জয়েন করতে পারবেন।
পুলিশ হতে গেলে কি নিয়ে পড়তে হবে
পুলিশ হতে গেলে কি নিয়ে পড়তে হবে এ সম্পর্কে আপনার হয়তো অনেকেই সঠিকভাবে জানেন
না তাই তাই আপনারা যদি এ সম্পর্কে জানতে চান তাহলে আর্টিকেলের এই অংশটি আপনাদের
জন্য।
বর্তমানে পুলিশের চাকরির তিনটি পথ রয়েছে কনস্টেবল, এসআই অথবা সাজেন্ট,
এএসপি মূলত এই তিনটি পদের মধ্যে সবচাইতে নিচু এবং ছোট পদ হচ্ছে কনস্টেবল আর এই
পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস দরকার হবে।
শুধু এসএসসি পাস করলেই হবে না এসএসসিতে অবশ্যই ২.৫০ পয়েন্ট থাকতে হবে না
ছাড়া আপনি কনস্টেবলের আবেদন করতে পারবেন না। আর সাজেক্ট এসআই এবং এএসপি পদে
আবেদন করার জন্য আপনাকে অবশ্যই অনার্স অথবা ডিগ্রী সম্পন্ন করতে হবে।
এছাড়াও পুলিশের চাকরিতে আবেদন করার পর আপনাকে ভাইবা এবং ৪০ নম্বরের লিখিত
পরীক্ষা দিতে হবে এবং এই ৪০ নাম্বারে আপনাকে অবশ্যই সর্বনিম্ন পাস নাম্বার ১৫
পেতে হবে না পেলে আপনি বাতিল হয়ে যাবেন। আর এ সকল মৌখিক পরীক্ষা এবং লিখিত
পরীক্ষার জন্য আপনাকে অবশ্যই বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞানে দক্ষ হতে হবে।
এছাড়াও আপনি যদি কনস্টেবল পদে চাকরি করতে চান তাহলে আপনাকে অষ্টম শ্রেণী
থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকল সাধারণ জ্ঞান গণিত এবং ইংরেজি বিষয় ভালো
হবে করতে হবে কারণ পুলিশের চাকরিতে এ সকল বিষয় থেকে বেশি প্রশ্ন আসে।
লেখকের মন্তব্য
প্রিয় বন্ধুরা পুলিশের চাকরির যোগ্যতা কি বা পুলিশের চাকরি করতে কি কি যোগ্যতা
প্রয়োজন এ সম্পর্কে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে। তাই আপনাদের যদি আমাদের
আজকের আর্টিকেলটি ভালো লেগে থাকে এবং আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি তো
অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করবেন।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url