ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত মডেল কি?


প্রিয় পাঠক আপনারা অনেকেই ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত এবং ওয়ালটন ফ্রিজ 10 সেফটির দাম কত এ সম্পর্কে জানতে চান তাই আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য।

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত


এছাড়াও আমাদের আজকের এই আর্টিকেলে ওয়ালটন ফ্রিজের বিভিন্ন সেফটি এবং এর মডেল সম্পর্কেও বিস্তারিত ভাবে আলোচনা করা হয়েছে।

সূচিপত্রঃ ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত মডেল কি?

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত

বর্তমান বাজারে ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত এ সম্পর্কে আপনারা অনেকেই জানেন না যার কারণে অনেক সময় আপনারা ওয়ালটনের ফ্রিজ কিনতে গিয়ে অনেক রকম বিভ্রান্তি মধ্যে পড়েন। তাই ওয়ালটনের ফ্রিজ কিনতে গিয়ে আর যেন আপনাদেরকে কোন রকম বিভ্রান্তির মধ্যে পড়তে না হয় তার জন্য আজকের আর্টিকেলটি সাজানো হয়েছে।
ওয়ালটন ১২ সেফটি ফ্রিজ গুলোর বিভিন্ন রকম মডেল রয়েছে এবং বিভিন্ন মডেলের বিভিন্ন রকম দাম। তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ওয়ালটন ফ্রিজের ১২ সেফটির সকল মডেলের দাম বাংলাদেশে কত।

১। WFC-3E8-GXX-XX মডেলের ১২ সেফটির দাম প্রায় ৩৬,৩৫০ টাকা।

২। WFC-3F5-GDXX-XX মডেলের ১২ সেফটি দাম প্রায় ৩৭,৭০০ টাকা।

৩। WFC-3F5-GDNE-XX মডেলের ১২ সেফটির দাম ৪০,৩৯০ টাকা।

৪। WFC-3F5-GDXX-XX মডেলের ১২ সেফটির দাম প্রায় ৩৮,৯০০ টাকা।

৫। WFE-3B0-GDEL-XX মডেলের ১২ সেফটির দাম প্রায় ৩৪,২৫০ টাকা।

৬। WFE-2N5-GDEL-XX মডেলের ১২ সেফটির দাম হচ্ছে প্রায় ৩০,৯০০ টাকা।

৭। WNI-6A9-GDSD-DD মডেলের ১২ সেফটির দাম প্রায় ৭৯,৯০০ টাকা।

৮। WFE-3E8-GDEL-XX মডেলের ১২ সেফটির দাম প্রায় ৩০,৯০০ টাকা।

৯।WFC-3D8-GDEL-XX মডেলের 12 সেফটির দাম প্রায় ৩৬,৫০০ টাকা।

ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত এ সম্পর্কে উপরের অংশে বিস্তারিত আলোচনা করা হয়েছে তাই এবার আমরা আর্টিকেলের এই অংশে ওয়ালটন ফ্রিজ 10 সেফটি দাম কত এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশের স্বনামধন্য ও জনপ্রিয় একটি ইলেকট্রনিক কোম্পানি হচ্ছে ওয়ালটন যা বাংলাদেশের মানুষকে খুবই আশ্রয় মূল্যে ভালো পণ্য সরবরাহ করে।

ওয়ালটন ফ্রিজের ১০ সেফটির যে ফ্রিজটি রয়েছে এটি মূলত সিঙ্গেল একটি ফ্যামিলি বা দুই তিন জন এর জন্য অনেক ভালো হবে। বাংলাদেশে বর্তমানে ওয়ালটনের ১০ সেফটি ফ্রিজের মাত্র দুটি মডেল বিক্রি করা হয়ে থাকে একটি হচ্ছে WFD-1B6-GDEL-XX মডেলের এবং অন্যটি হচ্ছে WFD-1F3-GDEL-XXI মডেলের।
আর আপনি যদি ওয়ালটন ফ্রিজ ১০ সেফটির মধ্যে কিনতে চান তাহলে আপনাকে ২৬,০০০ থেকে প্রায় ৩২,০০০টাকা খরচ করতে হবে এর মধ্যে আপনি ওয়ালটনের ১০ সেফটির একটি ভালো ফ্রিজ পেয়ে যাবেন এই দুইটি মডেলের মধ্যে WFD-1B6-GDEL-XX WFD-1F3-GDEL-XXI।

ওয়ালটন ফ্রিজ বাংলাদেশ প্রাইস

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত এ সম্পর্কে আপনারা হয়তোবা সচরাচর অনেকেই জেনে থাকবেন কিন্তু ওয়ালটন ফ্রিজের ৮ থেকে শুরু করে ২০ সেফটি পর্যন্ত যে সকল ফ্রিজ রয়েছে সকল ফ্রিজের দাম কত এ সম্পর্কে অনেকেই জানে না। তাই আজকের আর্টিকেলে আমরা ওয়ালটন ফ্রিজ বাংলাদেশ প্রাইস কত এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।

বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি ইলেকট্রনিক কোম্পানি হচ্ছে ওয়ালটন যারা প্রায় অনেক বছর ধরেই তাদের পণ্যর মাধ্যমে মানুষের সেবা করে আসছে। ওয়ালটনে বিভিন্ন রকম ইলেকট্রনিক পণ্য পাওয়া যায় যেমন এসি, মোবাইল, ওয়াশিং মেশিন, ফ্রিজ, ফ্যান, এয়ার কুলার টিভি ইত্যাদি এগুলোর মধ্যে ওয়ালটনের সবচেয়ে বেশি বিক্রি হয় ফ্রিজ।

কারণ ওয়ালটনের ফ্রিজের মান অন্যান্য কোম্পানির চেয়ে অনেক ভালো এছাড়াও ওয়ালটন থেকে আপনি যেকোন পণ্য কিস্তিতে কিনতে পারবেন কিস্তিতে কিনলে আপনাকে একটু বেশি টাকা দিতে হবে।
কিন্তু আপনি যদি নগদ টাকা দিয়ে কিনেন সে ক্ষেত্রে আপনার জন্য বিভিন্ন রকম অফার এবং ডিসকাউন্ট থাকবে। তাই চলুন দেরি না করে জেনে নেওয়া যাক ওয়ালটন ফ্রিজের কোন সেফটির কেমন দাম।

১। ওয়ালটন ৮ সেফটির WFD-1B6-GDEL-XX এই মডেলটির কিস্তি মূল্য হচ্ছে ২১,৯৮০ টাকা এবং নগদ মূল্য হচ্ছে ১৯,৪৯০ টাকা।

২। ওয়ালটনের ৯ সেফটির ফ্রিজের WFD-1D4-GDEL-XX এই মডেলটির কিস্তিমূল্য ধরা হয়েছে ২৩,৭৪০ ঢাকা এবং এর নগদ মূল্য হচ্ছে ২১,২৫০ টাকা।

৩। ওয়ালটনের ১০ সেফটি ফ্রিজের দাম বর্তমানে ২৬,০০ থেকে প্রায় ৩২,০০০ হাজার পর্যন্ত হয়ে থাকে।
৪। ওয়ালটন ১১ সেফটির ফ্রিজের দাম হচ্ছে ২২,৯০০ টাকা।

৫। ওয়ালটনের ১২ সেফটির মধ্যে অনেকগুলো মডেল রয়েছে এখানে আপনি সর্বনিম্ন ৩০,৯০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭৯,৯০০ টাকার মধ্যে পেয়ে যাবেন।

৬। ওয়ালটন ১৩ সেফটির ফ্রিজ গুলোরও অনেকগুলো মডেল রয়েছে এখানে সর্বনিম্ন আপনি ১৪,৯৯০ থেকে শুরু করে ১৮,৯৯০ টাকার এরমধ্যে পেয়ে যাবেন।

৭। ওয়ালটন ১৪ সেফটি ফ্রিজ গুলোর সর্বনিম্ন দাম শুরু ৪৯,৯৯০ থেকে এবং সর্বোচ্চ দাম ৫২,০৯০ টাকা।

৮। বর্তমানে ওয়ালটনের ১৬ সেফটি ফ্রিজের দাম ৩০,৯৯০ টাকা।

৯। ওয়ালটন ১৭ সেফটি ফ্রিজের বর্তমান বাজার মূল্য ৫৩,২৯০ টাকা।

১০। ওয়ালটনের ১৮ সেফটি ফ্রিজের দাম ৫১,৬৯০ টাকা।

১১। ওয়ালটন ২০ সেফটি দাম ৩৬,২০০ টাকা।

ওয়ালটন ফ্রিজের মডেল

ওয়ালটন ফ্রিজ ১২ সেফটি দাম কত এ সম্পর্কে আপনারা হয়তোবা উপরের অংশ থেকে জেনেছেন কিন্তু ওয়ালটন ফ্রিজের মডেল সম্পর্কে অনেকেই এখন পর্যন্ত জানেন না আর তাদের জন্যই আর্টিকেলের এই অংশটি আজকে লেখা হয়েছে।

আসলে ওয়ালটন ফ্রিজের অনেকগুলো সেফটি রয়েছে এবং প্রতিটা সেফটির কয়েকটি করে মডেল রয়েছে এ সকল এক একটি মডেলের দাম এক এক রকম।
তাই আপনি যদি ওয়ালটন ফ্রিজের প্রতিটা মডেল সম্পর্কে ভালোভাবে জানেন তাহলে আপনার ওয়ালটনের ফ্রিজ কিনতে অনেক সুবিধা হবে। তাই চলুন দেরি না করে জেনে নেয়া যাক ওয়ালটন ফ্রিজের যে সকল মডেল রয়েছে এই মডেল সম্পর্কে।
  • ওয়ালটন ফ্রিজের ৮ সেফটির মডেল
মডেলঃ WFB-1H5-ELXX-XX

মডেলঃ WFA-2B0-GXX-XX

মডেলঃ WFA-2B0-GDEL-XX
  • ওয়ালটন ফ্রিজের ৯ সেফটির মডেল
মডেলঃ WED-1D4-GDEL-XX
  • ওয়ালটন ফ্রিজের ১০ সেফটির মডেল
মডেলঃ WFD-2F3-GDEL-XX

মডেলঃ WFD-2B6-GDEL-XX

মডেলঃ WFD-1F3-RDXX

মডেলঃ WFC-3X7-GDEH-DD

মডেলঃ WFC-3F5-GDEL-XX

মডেলঃ WFD-1B6-GDEL-XX

মডেলঃ WFD-1F3-GDEL-XX
  • ওয়ালটন ফ্রিজের ১১ সেফটির মডেল
মডেলঃ WFD-1B6-GDEL-XX

মডেলঃ WFA-2A3-RLXX-XX

মডেলঃ WFA-2A3-RXXX-CP

মডেলঃ WFD-1F3-RXXX-XX
  • ওয়ালটন ফ্রিজের ১২ সেফটির মডেল
মডেলঃ WFC-3D8-GDEL-XX

মডেলঃ WFE-3E8-GDEL-XX

মডেলঃ WFC-3F5-GDXX-XX

মডেলঃ WFC-3E8-GXX-XX

মডেলঃ WFC-3F5-GDNE-XX

মডেলঃ WFC-3F5-GDXX-XX

মডেলঃ WFE-3B0-GDEL-XX

মডেলঃ WFE-2N5-GDEL-XX

মডেলঃ WNI-6A9-GDSD-DD
  • ওয়ালটন ফ্রিজের ১৩ সেফটির মডেল
মডেলঃ WR-13F-MT1

মডেলঃ WR-13F-MT3

মডেলঃ WR-13F-MT5

মডেলঃ WR-13F-MT7

মডেলঃ WR-13F-MT9
  • ওয়ালটন ফ্রিজের ১৪ সেফটির মডেল
মডেলঃ WFC-3F5-GDNE-XX

মডেলঃ WFC-3F5-GDXX-XX

মডেলঃ WFC-3F5-GDEH-DD

মডেলঃ WFC-3F5-GDEH-XX

মডেলঃ WFC-3F5-GDEL-XX
  • ওয়ালটন ফ্রিজের ১৬ সেফটির মডেল
মডেলঃ WFD-1F3-RXXX-XX
  • ওয়ালটন ফ্রিজের ১৭ সেফটির মডেল
মডেলঃ WFC-3F5-GDEH-DD
  • ওয়ালটন ফ্রিজের ১৮ সেফটির মডেল
মডেলঃ WFC-3F5-GDNE
  • ওয়ালটন ফ্রিজের ২০ সেফটির মডেল
মডেলঃ WFC-3D8-GDNE-XX

ওয়ালটন ফ্রিজের ওয়ারেন্টি

ওয়ালটন ফ্রিজের ওয়ারেন্টি অনেক ভালো এবং দীর্ঘস্থায়ী হয়ে থাকে কারণ ওয়ালটন হল বাংলাদেশের একমাত্র ইলেকট্রনিক কোম্পানি যারা দীর্ঘদিন ধরে মানুষের দরকারি বিভিন্ন ইলেকট্রনিক পণ্য বিক্রি করে থাকে।
অনেকে রয়েছে যারা মনে করে যে ওয়ালটন একটি দেশী কোম্পানি তাই এদের পণ্য খুব একটা ভালো হবে না এ কারণে তারা চায়নার বিভিন্ন রকম পণ্য ব্যবহার করে এবং পরে সেগুলো বেশিদিন টেকসই হয় না।

কিন্তু আপনি ওয়ালটনের প্রতিটি পণ্যে প্রায় কয়েক বছর পর্যন্ত গ্যারান্টি এবং ওয়ারেন্টি পাবেন বিশেষ করে পল্টনের যেগুলো ফ্রিজ পাওয়া যায় সেগুলো আপনি অনায়াসে ১৫ থেকে ২০ বছর চালাতে পারবেন।

এরপর সকল ফ্রিজ কেনার পর আপনাকে দশ বছরে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেওয়া হবে মানে দশ বছরের মধ্যে যদি ফ্রিজের কোনরকম সমস্যা হয় তাহলে তারা নিজ দায়িত্বে এটি আপনাকে ঠিক করে দিবে।

ওয়ালটন ফ্রিজের অফার

ওয়ালটন যেহেতু বাংলাদেশের একমাত্র এবং জনপ্রিয় একটি ইলেকট্রনিক কোম্পানি তাই কেউ যদি ওয়ালটনের কোন শোরুম থেকে ওয়ালটন ফ্রিজ কিনে থাকে তাহলে সে বিভিন্ন রকম ওয়ালটন ফ্রিজের অফার পাবে।

বিশেষ করে আপনারা হয়তোবা অনেকেই জানেন যে ওয়ালটনের যে কোন পণ্য কিস্তিতে কেনা যায় অর্থাৎ আপনি ওয়াল্টারনের কোন পণ্য কেনার সময় ফিফটি পার্সেন্ট টাকা দিয়ে প্রতি মাসে কিছু টাকা দিয়ে শোধ করতে পারবেন। এই সেবাটি শুধু ওয়ালটন কোম্পানি দিয়ে থাকে আর অন্য কোন কোম্পানি এই সেবাটি দেইনি।

এছাড়াও প্রতিবার রমজান মাসে এবং বিশেষ করে কুরবানী ঈদে ওয়ালটন ফ্রিজের বিভিন্ন রকম অফার চলে আপনি যদি এই সময় ওয়ালটন থেকে ফ্রিজ কিনেন তাহলে সে ফ্রিজে আপনি অনেক ডিসকাউন্ট পাবেন।
বর্তমানে ওয়ালটন কোম্পানি বাংলাদেশের ৬৪ জেলার বিভিন্ন জায়গায় ওয়ালটনের বিভিন্ন ক্যাম্পেইন শুরু করেছে এই ক্যাম্পেইনে আপনি যদি ওয়ালটনের একটি পূর্ণ কেনেন এবং আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে আপনি কয়েক লাখ টাকা পুরস্কার পেতে পারেন।

লেখকের মন্তব্য

বাংলাদেশে ওয়ালটন ফ্রিজের প্রাইস কত এবং এই ফ্রিজের প্রতিটি সেফটির মডেল কি এ সম্পর্কে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে তাই আপনারা যদি আজকের এই আর্টিকেলটি পড়ে উপকৃত হয়ে থাকেন তাহলে আর্টিকেলটি তো অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url