ম্যাচুরিটি হওয়ার উপায়-উপস্থিত বুদ্ধি বৃদ্ধির উপায়
আপনি যদি ম্যাচুরিটি হওয়ার উপায় সম্পর্কে জানতে চান তাহলে আপনাকে অবশ্যই
ম্যাচিউরিটি কাকে বলে এ সম্পর্কে জানতে হবে আর এ সম্পর্কে সকল তথ্য আজকেরে এই
আর্টিকেলে আলোচনা করা হয়েছে।
ভাই আপনি যদি আপনার নিজের মধ্যে ম্যাচিউরিটি নিয়ে আসতে চান এবং নিজের উপস্থিত
বুদ্ধি বাড়াতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে
চলেছে।
সূচিপত্রঃ ম্যাচুরিটি হওয়ার উপায়-উপস্থিত বুদ্ধি বৃদ্ধির উপায়
ম্যাচুরিটি হওয়ার উপায়
ম্যাচুরিটি হওয়ার উপায় সম্পর্কে আপনারা হয়তো অনেক জায়গাতে অনেক ভাবে
খোঁজাখুঁজি করছেন কিন্তু তারপরেও সঠিক তথ্য পাচ্ছেন না তাই আজকের এই আর্টিকেলটি
আপনার জন্য কারণ এখানে আমরা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি।
আরো পড়ুনঃ মানসিক চাপ নিয়ন্ত্রণের ১০টি উপায়
সময়ের সাথে মানুষের বিবেক বুদ্ধি ও মনুষ্যত্বের পরিবর্তন হওয়াকেই ম্যাচুরিটি
বলে ম্যাচুরিটি প্রত্যেকটি মানুষের মধ্যে থাকে না খুব কম মানুষের মধ্যে এটি থাকে।
কারণ অনেক মানুষ আছে যারা ছোটবেলায় যেমন আচার-আচরণ করত বড় হয়েও তার মধ্যে সে
আচরণগুলো থেকে যায় কোনরকম পরিবর্তন আসে না যার কারণে তারা সমাজের মধ্যে কোনরকম
দাম পায় না।
তাই প্রত্যেকটি মানুষেরই উচিত নিজের মধ্যে ম্যাচিউরিটি নিয়ে আসা আর এর জন্য
আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব যে কিভাবে একজন মানুষ খুব সহজে ম্যাচিউর হতে
পারবে।
১। কোন সময় নিজের সুনাম নিজে করবেন না কারণ এতে করে আপনার অহংকার প্রকাশ পাবে
এছাড়াও নিজের সুনাম নিজে করাটা একটা বোকামি এর ফলে মানুষ আপনাকে ইম্যাচুউর ভাবতে
পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে নিজের সুনাম নিজে করবেন যাতে করে মানুষ আপনাকে দেখে
উৎসাহিত হতে পারে।
২। অন্যের নিন্দা করা থেকে নিজেকে বিরত রাখুন কারন এতে করে মানুষ আপনাকে
ইম্যাচুউর ভাবতে পারে তাই অন্যের নিন্দা করার আগে নিজেকে ভালো করুন এবং অন্যকে
সবসময় সম্মান দিতে শিখুন।
৩। সবসময় বাস্তবতাকে বুঝতে শিখুন কারণ নিজের মধ্যে ম্যাচুরিটি আনার সবচেয়ে বড়
একটি বিষয় হচ্ছে নিজের বাস্তবতাকে বোঝা। কারণ আমাদের সাধ্যের বাইরে ও অনেক শখ
হয়ে থাকে কিন্তু এই শখ গুলো মুখে প্রকাশ না করে মনে মনে রেখে দেওয়াই
বুদ্ধিমানের কাজ হবে কারণ আপনি চাইলেও আপনার সাধ্যের বাইরে গিয়ে সেই শখটি পূরণ
করতে পারবেন না।
৪। একটি ম্যাচিউর মানুষের সবচেয়ে বড় গুণ হচ্ছে ভেবে চিনতে কথা বলা একটি
ম্যাচিউর মানুষ সব সময় যে কারো সাথে কথা বলার সময় একটু ভেবে চিনতে কথা বলার
চেষ্টা করে কারণ সে জানে যে তার একটি ভুল কথাতেই ওপর মানুষটি তার সম্পর্কে একটি
নেগেটিভ চিন্তা পোষণ করতে পারে।
৫। আর কোন সময় আবেগের ফাঁদে পা দেবেন না কারণ এই আবেগ যেমন মানুষকে ভালো পথে আনে
তেমনি মানুষকে ধ্বংসের পথে ধাবিত করে। তাই সবসময় আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে
চিন্তা করবেন এতে করে আপনার মঙ্গল হবে।
৬। মানুষ মাত্রই ভুল কোন কাজে আপনার যদি বিন্দু পরিমাণ ভুল হয়ে যায় তাহলে আপনি
ভুলটি স্বীকার করে সংশোধন করে কাজটি পুনরায় করার চেষ্টা করবেন কারণ একজন
ম্যাচিউর মানুষ সব সময় নিজের ভুল স্বীকার করে সেটি সংশোধন করার চেষ্টা করে।
ম্যাচিউরিটি কাকে বলে
আপনি যদি ম্যাচুরিটি হওয়ার উপায় সম্পর্কে জানতে চান এবং নিজের মধ্যে ম্যাচুরিটি
নিয়ে আসতে চান তাহলে আপনাকে অবশ্যই ম্যাচিউরিটি কাকে বলে এ সম্পর্কে জানতে হবে।
আমরা বিভিন্ন জায়গাতে চলাফেরা করার সময় ম্যাচিউরিটি ভাষাটা ব্যবহার করে থাকি
কিন্তু আমরা অনেকেই ম্যাচিউরিটির সম্পূর্ণ অর্থ জানিনা।
ম্যাচিউরিটি অর্থ হচ্ছে পরিপক্কতা মূলত সময়ের সাথে মানুষের বিবেক বুদ্ধি ও
মনুষ্যত্বের পরিবর্তন হওয়াকেই ম্যাচুরিটি বলে। একজন ব্যক্তি যখন পূর্ণবয়স্ক হয়
তখনই তার মধ্যে ম্যাচিউরিটি দেখা দেয় একজন পূর্ণবয়স্ক মানুষ তার নিজের
ভালো-মন্দ বোঝে এবং অন্যের জীবনের ভালো-মন্দে নাক না গলিয়ে নিজের লক্ষ্যে এগিয়ে
চলে।
একজন মানুষের যখন ভালোভাবে তার নিজের বাস্তবতাকে এবং নিজের অবস্থানকে বুঝতে শিখবে
এবং সে অনুযায়ী চলাফেরা করবে তখন বুঝতে হবে যে তার মধ্যে ম্যাচিউরিটি এসেছে।
একজন ম্যাচুরিটি মানুষ সবসময়ই বাস্তবিক চিন্তা করে সে কখনোই কল্পনা জগতে বাস করে
না সে সবসময় বাস্তবকে কেন্দ্র করে চলাফেরা করে যার ফলে সে অন্য মানুষের চেয়ে
কিছুটা আলাদা হয়ে থাকে।
উপস্থিত বুদ্ধি বৃদ্ধির উপায়
ম্যাচুরিটি হওয়ার উপায় সম্পর্কে আর্টিকেলের ওপরের অংশে বিস্তারিত আলোচনা করা
হয়েছে তাই এবার আমরা উপস্থিত বুদ্ধি বৃদ্ধির উপায় সম্পর্কে আর্টিকেলের এই অংশে
বিস্তারিত আলোচনা করব।
উপস্থিত বুদ্ধি প্রত্যেকটি মানুষেরই রয়েছে কারো কম এবং কারো বেশি উপস্থিত বুদ্ধি
থাকাটা প্রত্যেকটি মানুষেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোন সময় আপনি যদি কোন
বিপদে পড়েন তাহলে আপনি তখন আপনার উপস্থিত বুদ্ধি খাটিয়ে সেখান থেকে বের আসতে
পারবেন কিন্তু আপনার যদি সে ক্ষমতাটা না থাকে তাহলে আপনি সেটি কখনোই পারবেন
না।
উপস্থিত বুদ্ধি কেউ কেউ জিনগত আবার কেউ কেউ পরিবেশগতভাবে পেয়ে থাকে তাই আপনি
চাইলে আপনার মধ্যেও উপস্থিত বুদ্ধি বৃদ্ধি করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে
কিছু বিষয় মেনে চলতে হবে তা হলঃ
১। প্রতিনিয়ত ব্যায়াম করুন ব্যায়াম যেমন শরীরের জন্য অনেক ভালো তেমনি
মস্তিষ্কের স্নায়ুগুলোকে সক্রিয় রাখতে এবং রক্ত চলাচল নিশ্চিত করতে অনেক বড়
ভূমিকা রাখে।
২। কম্পিউটার টিভি মোবাইল এ সকল ইলেকট্রনিক ডিভাইস থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা
করবেন কারণ এ সকল যন্ত্রপাতি আমাদের মস্তিষ্কে ধীরে ধীরে অচল করে দিচ্ছে।
৩। এছাড়া আপনি চাইলে বই পড়তে পারেন বই পড়লে আপনার জ্ঞান অনেক বেশি বাড়বে।
৪। প্রতিনিয়ত আল্লাহর এবাদত এবং নামাজ আদায় করুন কারণ নামাজে আপনি যখন সেজদা
দিবেন তখন আপনার মস্তিষ্কে রক্ত চলাচল অনেক বেড়ে যাবে।
৫। সবসময় নিজে কম কথা বলার চেষ্টা করবেন এবং অন্যান্য মানুষদের কথা বেশি শুনবে
এতে করে আপনার উপস্থিত বুদ্ধি ধীরে ধীরে বেড়ে যাবে।
৬। এবং বেশি বেশি করে ফলমূল এবং শাকসবজি খেতে হবে কারণ এ সকল খাবার আমাদের মেধা
শক্তি বৃদ্ধিতে কাজ করে থাকে।
উপস্থিত বুদ্ধি প্রয়োগের ক্ষমতা
ম্যাচুরিটি হওয়ার উপায় সম্পর্কে অনেকেই আপনারা জেনেছেন কিন্তু উপস্থিত বুদ্ধি
প্রয়োগের ক্ষমতা সম্পর্কে কি জেনেছেন হয়তোবা না তাই আজকে আর্টিকেলের এই অংশে এ
সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। উপস্থিত বুদ্ধি প্রতিটা মানুষেরই রয়েছে কারও
বেশি কারো কম আবার কেউ এটি প্রয়োগ করতে পারে আবার কেউ পারে না।
আপনার মধ্যে যদি উপস্থিত বুদ্ধি থেকে থাকে তাহলে আপনি যেকোনো বিপদ থেকে খুব সহজেই
বেরিয়ে আসতে পারবেন। মনে করেন আপনি কোনদিন কোন ছিন্তাই কারীর হাতে পড়লেন এবং
ছিনতাইকারীরা আপনার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে আসছে এবং সে সময় আপনি জোরে করে
চিৎকার করলেন যার ফলে সেখানে অনেক মানুষ জড়ো হল এবং আপনি বেঁচে গেলেন।
তাহলে এ সময় আপনি আপনার উপস্থিত বুদ্ধির সঠিক একটি ব্যবহার করেছেন যার কারণে
আপনি সে পরিস্থিতি থেকে খুব সহজে বেরিয়ে আসতে পেরেছেন আর এটিকে মূলত উপস্থিত
বুদ্ধি প্রয়োগের ক্ষমতা বলা হয়। তাই আপনাদের প্রত্যেকেরই উচিত এভাবে করে নিজের
উপস্থিত বুদ্ধি ব্যবহার করা যাতে করে আপনারা যখন বিপদ থেকে খুব সহজেই বেরিয়ে
আসতে।
লেখকের মন্তব্য
প্রিয় পাঠক কিভাবে নিজের মধ্যে ম্যাচুরিটি নিয়ে আসা যায় এবং কিভাবে নিজের
উপস্থিত বুদ্ধি বাড়ানো যায় এ সম্পর্কে আজকের এই আর্টিকেলটি লেখা হয়েছে তাই
আপনাদের যদি আর্টিকেলটি পড়ে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং
শেয়ার করবেন।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url