চিতি চন্দ্রবোড়া এবং কালাচ সাপে কামড়ানোর লক্ষণ
কালাচ সাপে কামড়ানোর লক্ষণ কি? এবং চিতি সাপের কামড়ের লক্ষণ কি? এ সম্পর্কে
আপনারা যদি সকল তথ্য জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনাদের জন্য।
এছাড়াও আজকের এই আর্টিকেলে আমরা সকল রকম বিষধর সাপের কামড়ের লক্ষণ সম্পর্কেও
বিস্তারিত আলোচনা করেছি যাতে করে এ সম্পর্কে আপনারা সতর্ক থাকতে পারেন।
সূচিপত্রঃ চিতি চন্দ্রবোড়া এবং কালাচ সাপে কামড়ানোর লক্ষণ
কালাচ সাপে কামড়ানোর লক্ষণ
বর্তমানে বাংলাদেশ এবং ভারতের কয়েকটি বিষধর সাপের মধ্যে কালাচ সাপ হচ্ছে অন্যতম
আর যার ফলে প্রতিবছর এই সাপের কামড়ে অন্তত কয়েকশো মানুষের মৃত্যু হচ্ছে। আবার
অনেক মানুষ রয়েছে যারা সাপে কামড়ানোর পর বুঝতে পারে না যে তাকে কোন সাপে
কামড়েছে যার ফলে সে সঠিকভাবে চিকিৎসা পায় না এবং মৃত্যুবরণ করে।
আরো পড়ুনঃ ধূমপান ছাড়ার ঘরোয়া উপায়
তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে কালাচ সাপে কামড়ানোর লক্ষণ সম্পর্কে
বিস্তারিত জানানোর চেষ্টা করব যাতে করে আপনারা সঠিকভাবে চিকিৎসা নিতে পারেন না।
১। এই সাপ যখন কাউকে কামড় দেয় তখন পিঁপড়া অথবা মশার কামড়ের মতো অনুভব হয় যার
ফলে অনেকেই বুঝতে পারে না যে আদেও তাকে সাপে কামড় দিয়েছে কিনা।
২। এছাড়াও কামড় দেওয়ার কিছুক্ষণ পরেই মানুষের মুখের পেশী অথবা চোয়াল শক্ত
হয়ে যায় এবং চোখের পাতা নেমে আসে এবং তলপেট প্রচুর পরিমাণ ব্যথা করে।
৩। এবং এই সাপে কামড় দেয়ার কিছুক্ষণ পরে শরীর প্যারালাইস হয়ে আসে আর এ সময়
যদি ঠিকঠাক মতো চিকিৎসা নেওয়া হয় তাহলে মানুষ মারা যেতে পারে।
চিতি সাপের কামড়ের লক্ষণ
কালাচ সাপে কামড়ানোর লক্ষণ সম্পর্কে আমরা উপরের অংশে বিস্তারিত আলোচনা করেছি তাই
এবার আমরা চিতি সাপে কামড়ানোর লক্ষণ সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করব।
আসলে কালাচ সাপ থেকে এই চিতি সাপটি অনেক আলাদা কারণ এই সাপে কোনরকম বিষ থাকে না
একেবারে নির্বিশ একটি সাপ এ সাপটি দেখতে একেবারেই কালাচের মত তাই অনেক মানুষ
এটিকে দেখে বিষধর মনে করে।
এ সাপটি ইঁদুর টিকটিকি ইত্যাদি খাওয়ার জন্য বাসা বাড়িতে প্রবেশ করে থাকেন
কিন্তু এটি মানুষের কোন ক্ষতি করে না তারপরও অনেক সময় এ সাপটি মানুষকে কামড়াতে
পারে। এ সাপটি যদি কাউকে কামড়ায় তাহলে কামড়ানোর স্থানে দুইটি ফোঁটা ফোঁটা দাগ
থাকবে আর এটি দেখে আপনি বুঝতে পারবেন যে আপনাকে সাপে কামড় দিয়েছে।
যদি এ সাপ কাউকে কামড়ায় তাহলে সে জায়গাটি ডেটল অথবা জীবাণু মাসুদ কোন কিছুতে
পরিষ্কার করে ফেলতে হবে। আর সবচেয়ে ভালো হয় যদি এর একটি অ্যান্টি ভেনুম ইনজেকশন
নিতে পারবেন। তাই পরিশেষে বলা যায় যে এ সকল সাপকে দেখে ভয় না পেয়ে আতঙ্ক না
হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিন তাহলেই আপনার কিছুই হবে না।
সাপে কামড়ানোর লক্ষণ
আপনারা হয়তো অনেকেই কালাচ সাপে কামড়ানোর লক্ষণ সম্পর্কে উপরের অংশ থেকে
বিস্তারিত জেনেছেন তাই এবার আপনাদেরকে সকল প্রকার সাপে কামড়ানোর লক্ষণ সম্পর্কে
বলবো।
সাপ আসলে দুই ধরনের হয়ে থাকে একটি হচ্ছে বিষাক্ত সাপ এবং অন্যটি হচ্ছে নির্বিশ
সাপ আমরা আশেপাশে যতগুলো সাপ দেখতে পাই তার ভিতরে প্রায় 5% সাপে বিষাক্ত আর
বাদবাকি গুলোর কোন বিষ নেই এগুলো নির্বিশ প্রজাতি সাপ।
তাই আজকের এই আর্টিকেলে আমরা এমন কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব যার মাধ্যমে
আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে বিষাক্ত এবং নির্বিশ সাপে কামড়ালে কি কি লক্ষণ
পাওয়া যায়।
বিষাক্ত সাপঃ বর্তমানে বিষাক্ত সাপের তুলনায় নির্বিশ বা বিষ নেই এমন
সাপের সংখ্যায় অনেক বেশি প্রতি 100 টি সাপের মধ্যে প্রায় পাঁচটি সাপ রয়েছে
যেগুলো বিষধর সাপ।
আরো পড়ুনঃ একদিনে ব্রণ দূর করার ১০টি কার্যকরী উপায়
কোন বিষধর সাপ যখন আপনাকে কামড় দিবে তখন আপনার শরীরের কামড়ানো জায়গাতে ফোটা
ফোটা দুটো দাগ থাকবে এবং সে জায়গাটিতে কালো হয়ে রক্ত জমাট বেঁধে যাবে। এবং এরপর
আপনার মাথা ঘুরা চোখে ঝাপসা দেখা এবং পেট ব্যথা সহ বিভিন্ন সমস্যা শুরু হবে
এছাড়া আপনি যদি চিকিৎসা নিতে দেরি করেন তাহলে এটি আপনার কিডনি কেউ নষ্ট করে দিতে
পারে।
নির্বিশ সাপঃ বেশিরভাগ যেগুলো সাপ দেখা যায় সেগুলোর মধ্যে অধিকাংশ সাপই
নির্বিশ তাই এ সাপ যদি আপনাকে কামড় দেয় তাহলে আপনার তেমন কোন ক্ষতি হবে না। এসব
মানুষের যে স্থানে কামড় দেয় সে স্থানটিতে মাঝির মতো লাল হয়ে থাকে এবং আপনি যখন
কামড় দেয় তখন পিঁপড়া অথবা মশা কামড় দেয়ার মত অনুভব হয়।
তাই আপনাকে যদি এই সাপ কামড় দিয়ে থাকে তারপর আপনি অবহেলা না করে ডাক্তারের কাছে
যাবেন এবং ডাক্তারের পরামর্শ মত চিকিৎসা নিবেন।
চন্দ্রবোড়া সাপের কামড়ের লক্ষণ
চন্দ্রবোড়া সাপের কামড়ের লক্ষণ সম্পর্কে জানা প্রত্যেকেরই উচিত কারণ আপনি যদি
বিষধর কয়েকটি সাপের নাম জানতে চান তাহলে তার ভেতরে এক নাম্বারে আসবে চন্দ্রবোড়া
নামের এই সাপটি যার ইংরেজি নাম রাসেল ভাইপার আর তাই এই সাপের কামড়ে বর্তমানে
অনেক মানুষ মৃত্যুবরণ করছে।
আরো পড়ুনঃ রক্তে এলার্জির লক্ষণ
এই সাপ কামড় দেওয়ার সাথে সাথে জ্বালা যন্ত্রণা এবং ব্যথা শুরু হয়ে যায় এবং
ক্ষতস্থান থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং শুরু হয়। এবং আস্তে আস্তে পুরো শরীরে
ব্যথা অনুভব হতে থাকে এর সাথে বমি বমি ভাব শুরু হয় এবং ক্ষতস্থানটি প্রচুর
পরিমাণ ফুলে যায়। আপনি যদি এ সময় চিকিৎসা না নেয় তাহলে আপনার দুটো কিডনি নষ্ট
হয়ে যেতে পারে এবং আপনি মারা যেতে পারেন।
বিষধর সাপে কামড়ানোর লক্ষণ
বিষধর সাপে কামড়ানোর লক্ষণ গুলো কি কি এ সম্পর্কে প্রত্যেকটি মানুষেরই জানা
অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কোন সময় যদি আপনাকে কোন সাপ কামড় দেয় এবং আপনি
বুঝতে না পারেন যে এটি কোন বিষধর সাপ কিনা তাহলে আপনার চিকিৎসা পেতে একটু অসুবিধা
হতে পারে।
তাই আজকের এই আর্টিকেলে আমরা আপনাদেরকে এমন কিছু বিষয় শিখিয়ে দিব যেগুলো দেখে
আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে এটি কোন বিষধর সাপ।
১। কোন বিষধর সাপ আপনাকে যখন কামড় দেবে তখন কামানোর জায়গাতে ফোঁটা ফোটা আকারের
দুইটি দাগ দেখা যাবে।
২। এবং কামড়ানোর সাথে সাথে জায়গাটি অনেক বেশি ফুলে যাবে এবং সে জায়গাতে রক্ত
জমাট বেধে যাবে এছাড়া অনেক সময় সে জায়গাতে ব্লিডিংও হতে পারে।
৩। এরপর আপনার বমি বমি ভাব এবং চোখে ঝাপসা দেখা শুরু হবে আপনি ঠিকমতো কিছু দেখতে
পাবেন না।
৪। এবং আস্তে আস্তে বিষ যখন পুরো শরীরে ছড়িয়ে পড়বে তখন পুরো শরীর প্রচুর
পরিমাণ ব্যথা করবে এবং আপনার শ্বাস নিতে অনেক কষ্ট হবে।
আর এ সকল লক্ষণ যদি আপনি আপনার মধ্যে দেখতে পান তাহলে বুঝে যাবেন যে আপনাকে একটি
বিষধর সাপ কামড় দিয়েছে তাই তখনই ডাক্তারের কাছে যাবেন এবং চিকিৎসা নিবেন।
লেখকের শেষ মন্তব্য
প্রিয় পাঠক ইতিমধ্যে আপনারা আমাদের চন্দ্রবোড়া চিতি এবং কালাচ সাপে কামড়ানোর
লক্ষণ সম্পর্কিত আজকের এই আর্টিকেলটি সম্পন্ন পড়েছেন তাই আজকের আর্টিকেলটি
আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আর্টিকেলটিতে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন।
আর এ ধরনের সকল তথ্য পেতে আমাদের ওয়েবসাইটের সাথেই যুক্ত থাকেন।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url