ভিডিও এডিটিং কত প্রকার ও কি কি তা জানুন
ভিডিও এডিটিং কত প্রকার এবং ভিডিও এডিটিং কি এ সম্পর্কে যারা এখনো জানেন না তাদের
জন্য মূলত আজকেরে এই আর্টিকেলটি সম্পূর্ণ সাজানো হয়েছে। তাই আজকের এই আর্টিকেলটি
সম্পূর্ণটি মনোযোগ সহকারে পড়লে ভিডিও এডিটিং সম্পর্কে আপনার মনে আর কোন প্রশ্ন
থাকবে না।
শুধু তাই নয় প্রফেশনাল ভিডিও এডিটিং শিখে কিভাবে আপনি অনলাইন এবং অফলাইন থেকে
ইনকাম করতে পারবেন এ সম্পর্কেও খুব গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আজকের এই আর্টিকেলে
দেওয়া হয়েছে।
সূচিপত্রঃ ভিডিও এডিটিং কত প্রকার ও কি কি তা জানুন
ভিডিও এডিটিং কত প্রকার
ভিডিও এডিটিং কত প্রকার বা কি কি এ সম্পর্কে আপনারা হয়তোবা বিভিন্ন জায়গায়
খোঁজাখুঁজি করছেন কিন্তু কোথাও সঠিক তথ্য খুঁজে পাচ্ছেন না তাই আজকের আর্টিকেলে
আমরা এই সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।
আরো পড়ুনঃ ডাটা এন্ট্রি কত প্রকার ও কি কি
কোন অবিচ্ছিন্ন ভিডিও ফুটেজকে একসাথে জোড়া লাগিয়ে কালার কালেকশন করে সুন্দর একটি
আউটপুট দেওয়াকেই ভিডিও এডিটিং বলা হয়।
মোটকথা হলো আপনি যখন কোন মোবাইল অথবা ক্যামেরা দিয়ে কোন ভিডিও ধারণ করে সেটিকে
যেকোনো একটি এডিটর সফটওয়্যার দিয়ে পরিমার্জন করে দর্শককে ভিডিওটি দেখার
ব্যবস্থা করে দেওয়াই হলো ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং বেশ কয়েক প্রকারের হয়ে
থাকে যেমনঃ
১। ভিডিও কাটিং ও ট্রিমিংঃ এ পদ্ধতিতে মূলত প্রথমে ভিডিওর
অপ্রয়োজনীয় অংশগুলো কেটে বাদ দিতে হয় এবং ভিডিওতে প্রয়োজনীয় জিনিসগুলো
সংক্ষিপ্ত আকারে অ্যাড করতে হয়।
২। ভিডিও স্পিড কারেকশনঃ ভিডিও এডিটিং এর আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ
হচ্ছে ভিডিও স্পিড কারেকশন এ পদ্ধতি মূলত ভিডিওর গতিকে স্লো মোশন অথবা ফাস্ট
মোশনে পরিবর্তন করা যায় যা ভিডিও এডিটিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ।
৩। কালার গ্রেডিংঃ ভিডিওর কনটেন্টকে অনেক বেশি প্রফেশনাল দেখানোর জন্য
বিভিন্ন রকম কালার এবং আলোর মান উন্নত করা হয়ে থাকে এই কালার গ্রেডিং এর
মাধ্যমে।
৪। অডিও এডিটিংঃ একটি ভিডিওর মধ্যে বিভিন্ন রকম সাউন্ড এবং
ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করার জন্যই মূলত এই অডিও এডিটিং ব্যবহার করা হয় এই
অডিও এডিটিং ব্যবহার করার মাধ্যমে একটি ভিডিও কন্টেন্টকে প্রফেশনাল মনে হয়।
৫। সাবটাইটেল এড করাঃ একটি ভিডিওর মধ্যে বিভিন্ন রকম লেখালেখি
ভিডিওটি কোন ধরনের এটি দর্শকদেরকে বোঝানো হচ্ছে সাবটাইটেল এর কাজ।
৬। বিভিন্ন মিউজিক ভিডিও এডিটংঃ ভিডিওর বিভিন্ন ক্লিপকে একসাথে করে
ভিডিওতে বিভিন্ন রকম গানের একটি সংমিশন করেই মূলত একটি মিউজিক ভিডিও এডিটিং করা
হয়।
ভিডিও এডিটিং কি
ভিডিও এডিটিং কত প্রকার ও কি কি এ সম্পর্কে আপনারা আর্টিকেলের উপরের অংশ থেকে
বিস্তারিত জেনেছেন কিন্তু ভিডিও এডিটিং কি বা কাকে বলে এ সম্পর্কে আপনারা এখনো
সঠিকভাবে জানেননি তাই আর্টিকেলের এই অংশে এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার
চেষ্টা করব।
ভিডিও এডিটিং হল মূলত এক ধরনের প্রক্রিয়া যেখানে একটি ভিডিও ফুটেজকে সুন্দরভাবে
সাজিয়ে বা পরিবর্তন করে দর্শকের দেখার ব্যবস্থা করে দেওয়া হয়। মোটকথা হল কোন
অবিচ্ছিন্ন ভিডিও ফুটেজকে একসাথে জোড়া লাগিয়ে কালার কালেকশন করে সুন্দর একটি
আউটপুট দেওয়াকেই ভিডিও এডিটিং বলা হয়।
তাই আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হতে চান তাহলে আপনাকে বেশ কয়েকটি বিষয়
মেনে চলতে হবে যেমনঃ
- ধৈর্যশীল হতে হবে
- ক্রিয়েটিভ হতে হবে
- এডিটিং সিক্রেট সম্পর্কে জানতে হবে
- বিভিন্ন এডিটিং সফটওয়্যার সম্পর্কে ধারণা রাখতে হবে
- ভিডিও করার পজিশন জানতে হবে
- ভিডিওর বিট বুঝতে হবে
আর এ বিষয়গুলো যদি আপনি একবার শিখে যেতে পারেন তাহলে আপনি খুব সহজেই একজন
প্রফেশনাল ভিডিও এডিটর হতে পারবেন।
ভিডিও এডিটিং করে ইনকাম
ভিডিও এডিটিং কত প্রকার এবং কি কি ভিডিও এডিটিং করে কি ক্যারিয়ার গড়া যায়? এই
আপনাদের অনেকের মনে অনেক রকম প্রশ্ন থাকে তাই আজকের আর্টিকেলের এই অংশে ভিডিও
এডিটিং ক্যারিয়ার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট তৈরিঃ বর্তমানে বাংলাদেশসহ প্রতিটি
দেশেই অনেক কন্টেন্টিয়েটার আছে যারা প্রতিনিয়ত ইউটিউব, ফেসবুকের , টিকটক,
ইনস্টাগ্রােম ইত্যাদি সোশ্যাল মিডিয়াই ভিডিও কনটেন্ট তৈরি করে থাকে আর যার ফলে
তাদের একজন ভিডিও এডিটরের প্রয়োজন হয়।
আরো পড়ুনঃ ঘরে বসে মেয়েদের সেরা ১০টি হাতের কাজ
এছাড়াও আপনি যদি চান তাহলে নিজে নিজেই ভিডিও এডিটিং করে বিভিন্ন সোশ্যাল
মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েশন করেও একটি সুন্দর ক্যারিয়ার তৈরি করতে পারবেন।
বিজ্ঞাপন এবং ব্যান্ড মার্কেটিংঃ বর্তমানে অনেকগুলো কোম্পানি রয়েছে যারা
তাদের পণ্যের বিজ্ঞাপনের জন্য অনেকগুলো প্রফেশনাল ভিডিও এডিটর নিয়োগ দিয়ে থাকে
তাই আপনি যদি একজন প্রফেশনাল ভিডিও এডিটর হয়ে থাকেন তাহলে আপনি এসব জায়গাতেও জব
করতে পারবেন।
বিভিন্ন নিউজ চ্যানেলঃ বর্তমানে ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে বিভিন্ন
রকম নিউজ চ্যানেল রয়েছে যেগুলো প্রতিনিয়ত ভিডিও কনটেন্ট এর মাধ্যমে বিভিন্ন রকম
খবর মানুষের কাছে পৌঁছে দেয় তাই আপনি চাইলে তাদের সাথে কাজ করতে পারেন।
এছাড়াও বিভিন্ন টিভি নিউজ চ্যানেল রয়েছে যেগুলোতে প্রচুর পরিমাণ ভিডিও এডিটর
নিয়োগ দেওয়া হয়ে থাকে আপনি আপনার কাজের দক্ষতা অনুযায়ী এগুলোতেও চাকরি করতে
পারেন।
বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রিঃ মোবাইলে ইউটিউবে এবং টিভিতে আমরা বিভিন্ন রকম
শর্ট ফিল্ম, সিরিজ, এবং অ্যাকশন মুভি দেখে থাকি যেগুলো ভিডিও এডিটিং এর সাথে
জড়িত।
মার্কেটপ্লেস এর কাজঃ আপনি যদি ভিডিও এডিটিং নিয়ে কাজ করেন তাহলে বিভিন্ন
মার্কেটপ্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সিং ডট কম ইত্যাদিতে কাজ করে
অনেক টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও লোকাল মার্কেটপ্লেসে এই কাজের অভাব নেই
বললেই চলে।
বিয়ের ভিডিও এডিটিংঃ বর্তমান যুগে সবচেয়ে বেশি চাহিদা সম্পন্ন একটি কাজ
হচ্ছে বিয়ের ভিডিও এডিটিং করা তাই আপনি যদি একজন ভালো ইডিটর হয়ে থাকেন তাহলে
আপনি এসব বিয়ের ভিডিও এডিট করে অনেক টাকা ইনকাম করতে পারবেন।
ভিডিও এডিটিং সফটওয়্যার
ভিডিও এডিটিং কত প্রকার এটি জানার আগে আপনাকে ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে
জানতে হবে কারন ভিডিও এডিট করার জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হচ্ছে ভালো
মানের একটি এডিটিং সফটওয়্যার আর আপনাদের ভিতরে অনেকে আছেন যারা ভিডিও এডিটিং এর
জন্য কোন সফটওয়্যারটি ভালো এটি জানেন না।
তাই আজকের আর্টিকেলটি আমরা সে সকল ব্যক্তির জন্য সাজিয়েছি যারা ভিডিও এডিটিং এর
সফটওয়্যার গুলো সম্পর্কে জানেনা তাই চলুন দেরি না করে মোবাইল, ম্যাকবুক, এবং
কম্পিউটারে কি কি সফটওয়্যার দিয়ে ভিডিও এডিট করা যায় এ সম্পর্কে সামান্য কিছু
জেনে নেওয়া যাক।
মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং এর সফটওয়্যার
- VivaVideo
- Filmora
- PowerDirector
- CapCut
- KineMaster
- Inshot
কম্পিউটারে দিয়ে ভিডিও এডিটিং এর সফটওয়্যার
- DaVinci Resolve
- Filmora
- Capcut
- Adobe Premiere Pro
- Hitfilm Express
- Cyberlink PowerDirectorৎ
- Final Cut Pro
- Camtasia
ম্যাক দিয়ে ভিডিও এডিটিং এর সফটওয়্যার
- Adobe Premiere Rush
- Adobe Premiere Pro
- Final Cut pro X
- iMovie
- Shotcut
- Lightworks
- Blender
লেখকের মন্তব্য
ভিডিও এডিটিং কত প্রকার ও কি কি এ সম্পর্কে আপনারা যারা আমাদের এই আর্টিকেলটি
পড়ে জেনেছেন আমি আশা করি তারা অবশ্যই উপকৃত হয়েছেন তাই আমাদের আর্টিকেলটিতে
একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এ ধরনের সকল তথ্য পেতে
আমাদের ওয়েবসাইটের সাথে যুক্ত থাকবেন।
rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url