ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো সে সম্পর্কে জানুন

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো আপনি যদি এই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো


কারণ এখন বর্তমান সময়ে এসে ফ্রিল্যান্সিং করার জন্য অনেকেই ভালো ল্যাপটপ খুঁজতে চান? তাই যারা ভালো ল্যাপটপ সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন তাদের জন্যই মূলত আজকের আর্টিকেলটি।

সূচিপত্রঃ ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো সে সম্পর্কে জানুন

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো

ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো এই প্রশ্নটি অনেকের অজানা রয়েছে। তাই আজকে যদি আমাদের এই আর্টিকেলটি আপনি ধৈর্য সহকারে সম্পন্ন পড়তে পারেন তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং অথবা অনলাইন কাজের জন্য আপনার কোন ল্যাপটপটি নেওয়া উত্তম।
বর্তমান সময়ে এসে অনলাইনের কাজের জন্য ল্যাপটপ কিনতে গেলে দোকানদারেরা অনেক বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। তাই আমাদের ব্লগটি যদি আপনি সম্পূর্ণ ধৈর্য সহকারে পড়তে পারেন তাহলে আপনি নিজে থেকে খুব সহজেই খুব ভালো মানের ল্যাপটপ কিনতে পারবেন আপনার কাজের জন্য। 

প্রথমত ল্যাপটপ অনেক মডেল এবং ব্র্যান্ডের হয়ে থাকে কিন্তু আপনার কাজের জন্য আপনাকে কোনটি কেনা উচিত সেটি আপনি জানেন কি? না অবশ্যই আপনি জানেন না। কারণ ল্যাপটপ কিনতে হলে আপনি কাজের কোয়ালিটির উপর নির্ভর করে আপনাকে ল্যাপটপ কিনতে হবে। কারণ ফ্রিল্যান্সিং এবং অনলাইনে এর কাজের অনেক ক্যাটাগরি রয়েছে। 

আপনি যদি অনলাইনে বা ফ্রিল্যান্সিং এ ছোট ধরনের কাজ করে থাকেন। তাহলে আপনি cori I 3 generation,, Ram 4GB,, and storage 32/64 gb নিতে পারেন। 

এছাড়া আপনি যদি খুব হাই কোয়ালিটি গ্রাফিক্স ডিজাইন অথবা ভিডিও এডিটিং এসব কাজের জন্য ল্যাপটপ কিনতে চান তাহলে আপনাকে Snapdragon processor অথবা আপনাকে cori i 7/ 8 processor ram 12and storage 520gb এবং এর সাথে ssd কার্ড যুক্ত নিতে হবে। 

তাহলে আপনি খুব সহজে ফ্রিল্যান্সিং অথবা অনলাইন কাজে করতে পারবেন কোন ধরনের সমস্যা হবে না। এবং এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের ফ্রিল্যান্সিংয়ের কাজ ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন,, আদার্স মার্কেটপ্লেস ইত্যাদি ধরনের সব কাজ করতে পারবেন।

প্রোগ্রামিং এর জন্য ভালো ল্যাপটপ

আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন যে ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো? তবে এখন আপনাদেরকে জানাবো যে প্রোগ্রামিং এর জন্য ভালো ল্যাপটপ কোনটি হতে পারে? এবং কোন ব্যান্ডের কিনলে আপনারা খুব সহজে প্রতারিত না হয়ে জিতে যেতে পারেন। 

প্রোগ্রামিং করার জন্য বিভিন্ন ব্যান্ডের বিভিন্ন ল্যাপটপ রয়েছে তবে আপনারা যদি Hp, /Asus এই দুইটি ব্যান্ডেল ল্যাপটপ কনফিকারেশন দেখে কিনতে পারেন তাহলে আপনারা এই ল্যাপটপ দিয়ে খুব ভালো মানের প্রোগ্রামিং করতে পারবেন।

প্রোগ্রামিং করার জন্য ল্যাপটপের কনফিগারেশন

প্রসেসর (CPU): ভালো প্রসেসরের জন্য Intel i5 বা i7 (11th বা 12th gen) অথবা AMD Ryzen 5 বা 7 (5000 সিরিজ) বেশি উপযুক্ত। এর মাধ্যমে আপনি একাধিক কাজ বা ভারী কোডিং পরিবেশ (যেমন ডেটা সায়েন্স, মেশিন লার্নিং) সহজেই করতে পারবেন।
র‌্যাম (RAM): ৮GB র‌্যাম কমপক্ষে হওয়া উচিত, তবে ১৬GB র‌্যাম হলে আরও ভালো। বড় প্রোজেক্ট বা ভারী সফটওয়্যার চালানোর জন্য বেশি র‌্যাম দরকার হয়। তাই Ramবেশি দেখে কিনতে হবে।
স্টোরেজ (Storage): SSD (Solid State Drive) হওয়া উচিত। এটি আপনার ল্যাপটপের গতি বাড়িয়ে দেয়। ২৫৬GB বা ৫১২GB SSD ভালো অপশন হতে পারে।

তাই আপনারা ল্যাপটপ কেনার ক্ষেত্রে যদি ল্যাপটপের এই ধরনের কনফিকারেশন দেখে বিভিন্ন ধরনের বিভিন্ন ব্যান্ডের ল্যাপটপ কিনতে পারেন। এছাড়াও এগুলি সবই প্রোগ্রামিং এবং ডেভেলপমেন্টের জন্য উপযুক্ত।

গ্রাফিক্স ডিজাইনের জন্য ল্যাপটপ কনফিগারেশন

এখন বর্তমানে সময়ে এসে গ্রাফিক ডিজাইনের প্রবণতা দিন দিন বেড়েই চলেছে তাই অনেকে আমাদের কাছে জানতে চান যে গ্রাফিক ডিজাইন করার জন্য কোন ল্যাপটপটি কেনা আমাদের জন্য উত্তম হবে এবং ল্যাপটপের কনফিগারেশন কি কি দেখে আমরা খুব সহজে দেখে কিনতে পারি। 

চলুন এই বিষয়টি পরিপূর্ণভাবে জানা যাক? গ্রাফিক ডিজাইনের জন্য বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কনফিগারেশন ল্যাপটপ রয়েছে এর মধ্যে আপনারা কি দেখে কিনবেন এই বিষয়টি আমাদের মধ্যে এখনো অজানা রয়েছে। চলুন এই বিষয়টি সর্বাধিকভাবে জানা যাক। একটি আদর্শ গ্রাফিক্স ডিজাইন ল্যাপটপের কনফিগারেশন দেওয়া হলোঃ
প্রসেসর(cpu) : Intel Core i7 (10th Gen বা এর পরবর্তী) বা AMD Ryzen 7.16GB RAM (যদি ৩ডি ডিজাইন বা ভিডিও এডিটিং করা হয়, তাহলে ৩২GB এর পরামর্শ দেওয়া হয়) ৮GB RAM কমপক্ষে হলেও চলে, তবে ভালো কাজের জন্য ১৬GB অনেক বেশি উপকারী।

গ্রাফিক্স কার্ড (Gpu) : NVIDIA GeForce GTX 1660 Ti বা RTX 2060 / 3060 বা AMD Radeon RX 5600M বা এর পরবর্তী মডেল। মূলত এই ধরনের যে সকল ল্যাপটপে কনফিগারেশন ব্যবহার করা হয়েছে মূলত এ ধরনেরই ল্যাপটপে গ্রাফিক ডিজাইনের জন্য খুব উপকারী এবং পারদর্শী। 

তাই আপনারা গ্রাফিক্স ডিজাইন অথবা অন্য সকল কাজের জন্য এই ধরনের কনফিগারেশন ল্যাপটপ দেখে ক্রয় করতে পারেন। তাহলে আপনারা কোন ধরনের বিভ্রান্তির মধ্যে পড়বেন না।

ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য ল্যাপটপ

ওয়েব ডেভেলপমেন্ট এর জন্য ল্যাপটপ ভালো কিভাবে বুঝবেন এই বিষয়টি নিয়ে আজকের আর্টিকেলটি থাকবে,অনেকে হয়তো ইতিমধ্যে খোঁজাখুঁজি করেছেন যে ওয়েব ডেভেলপমেন্ট জন্য কোন ল্যাপটপটি আমাদেরকে কেনা উচিত এবং কোন ল্যাপটপ কিনলে আমরা প্রতারিত না হয়ে জিততে পারি। 

এবং খুব সহজে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে শান্তি পাই এই বিষয়টির উপরে আজকের আর্টিকেলটি থাকবে। তাই আর্টিকেলটি ধৈর্য সহকারে সম্পন্ন পড়ার চেষ্টা করবেন।
১। প্রসেসর ( cpu) : inter cori i5 বা i7বা Adm ryzen5/7 নিতে পারেন।

২। ram : 8gb থাকা উচিত তাহলে সবচাইতে ভালো। এবং এর উপরে 16Gbজিবি হলে আরো ভালো।

৩। স্টোরেজ হওয়া উচিত। এটা সিস্টেমের গতি বাড়ায়( ২৫৬) অথবা ৫১২ জিবি থাকা ভালো।

৪। গ্রাফিক্স Gpu : ওয়েব ডেভেলপমেন্টের জন্য সাধারণত আলাদা গ্রাফিক্স কার্ড প্রয়োজন হয় না, শুধু গেম খেলার ক্ষেত্রে Nvidia/amd থাকলে অনেক ভালো হয়।

ওয়েব ডেভেলপমেন্ট জন্য মূলত এই ল্যাপটপ গুলো অনেক ভালো হয়ে থাকে। তাই আপনারা ল্যাপটপ কেনার ক্ষেত্রে এসব কনফিগারেশন দেখে কি নিতে পারলে আপনারা খুব সহজে ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে পারবেন।

ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ

উপরের ব্লগের তথ্যে আপনাদেরকে জানানো হয়েছে যে ফ্রিল্যান্সিং করতে কোন ধরনের কনফিগারেশন ল্যাপটপ প্রয়োজন। তবে এই ব্লগে আপনাদেরকে জানানো হবে যে ডিজিটাল মার্কেটিং এর জন্য ল্যাপটপ কোনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। এবং ডিজিটাল মার্কেটিং করতে হলে কোন ল্যাপটপটি আপনার প্রয়োজন। 
চলেন এই ব্লগে আলোচনা করা যাক। ডিজিটাল মার্কেটিং করতে হলে বেশি হাই কোয়ালিটির ল্যাপটপ প্রয়োজন নেই। তবে আপনারা যদি ২০ হাজার থেকে ২৫ হাজার টাকার মধ্যে cori 3 বা cori 5 প্রসেসরের মধ্যে যে ল্যাপটপগুলো রয়েছে। 

সেগুলো পারসেজ করতে পারেন তাহলে আপনারা অল্প টাকার মধ্যে খুব ভালো ল্যাপটপ পাবেন। এবং এই ল্যাপটপ দিয়ে আপনারা খুব সহজে ডিজিটাল মার্কেটিং এর কাজ করতে পারবেন। কারণ ডিজিটাল মার্কেটিং করতে হলে অতো হাই কোয়ালিটি প্রসেসর এর ল্যাপটপ প্রয়োজন হয় না।

লেখকের শেষ কথা

প্রিয় পাঠক বন্ধুরা আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনাদেরকে সহজ ভাবে জানালাম যে ফ্রিল্যান্সিং এর জন্য কোন ল্যাপটপ ভালো? এছাড়াও অনলাইন কাজ করতে হলে আপনাদেরকে কোন ধরনের কনফিগারেশন ল্যাপটপ কেনা উচিত। 

এছাড়াও আরো জানালাম যে প্রত্যেকটি কাজের জন্য কোন ধরনের কনফিগারেশন ল্যাপটপ প্রয়োজন সবকিছু ইত্যাদি বিস্তারিত তথ্য এই ব্লগে সংক্ষিপ্তভাবে জানানোর চেষ্টা করলাম। তাই আপনাদের ব্লগটি যদি আপনার ভালো লেগে থাকে। তাহলে আপনার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। তাহলে তারা উপকারিত হবে। ধন্যবাদ

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

rsfahim it নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url